চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ দিনে চার স্থানে ছয়জনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহস্যজনক লাশ উদ্ধার হয়েছে দুজনের। এসব ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৮ মার্চ চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি এলাকার সোনাহর আলীর দ্বিতীয় স্ত্রী রিপা আক্তারের (২২) রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় রিপার বাবা তাঁর স্বামী ও সতিনকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথম স্ত্রী সাদেকা খাতুনসহ স্বামী সোনাহরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
২৩ মার্চ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুল হক আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এই ঘটনায় বেঁচে যাওয়া তাঁর তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পড়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ২৪ মার্চ উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দ আলী মিয়ার ছেলে আরজু মিয়ার (৩৫) লাশ স্থানীয় রাবার বাগান থেকে উদ্ধার করে চুনারুঘাট থানা-পুলিশ। এই ঘটনার পেছনের কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।
এদিকে ২৭ মার্চ চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া এলাকায় কবির মিয়ার ছেলে স্বপন মিয়াকে (১০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে স্বপন।
স্বপনের মৃত্যুর ঘটনায় তার নানা মো. নুর আলী বাদী হয়ে এক কিশোরকে আসামি করে মামলা দায়ের করেন। ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনার পর হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলগুলো পরিদর্শন করে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।
১৮ মার্চ থেকে ৩ এপ্রিল ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরজু মিয়া ও রিপা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বলেন, উপজেলার গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুলের আত্মহত্যার ঘটনায় জেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ছাড়া চুনারুঘাট পৌর শহরের পাকুড়িয়া স্বপনকে গলাকেটে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘এসব লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।’

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ দিনে চার স্থানে ছয়জনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহস্যজনক লাশ উদ্ধার হয়েছে দুজনের। এসব ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৮ মার্চ চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি এলাকার সোনাহর আলীর দ্বিতীয় স্ত্রী রিপা আক্তারের (২২) রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় রিপার বাবা তাঁর স্বামী ও সতিনকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথম স্ত্রী সাদেকা খাতুনসহ স্বামী সোনাহরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
২৩ মার্চ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুল হক আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এই ঘটনায় বেঁচে যাওয়া তাঁর তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পড়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ২৪ মার্চ উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দ আলী মিয়ার ছেলে আরজু মিয়ার (৩৫) লাশ স্থানীয় রাবার বাগান থেকে উদ্ধার করে চুনারুঘাট থানা-পুলিশ। এই ঘটনার পেছনের কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।
এদিকে ২৭ মার্চ চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া এলাকায় কবির মিয়ার ছেলে স্বপন মিয়াকে (১০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে স্বপন।
স্বপনের মৃত্যুর ঘটনায় তার নানা মো. নুর আলী বাদী হয়ে এক কিশোরকে আসামি করে মামলা দায়ের করেন। ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনার পর হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলগুলো পরিদর্শন করে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।
১৮ মার্চ থেকে ৩ এপ্রিল ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরজু মিয়া ও রিপা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বলেন, উপজেলার গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুলের আত্মহত্যার ঘটনায় জেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ছাড়া চুনারুঘাট পৌর শহরের পাকুড়িয়া স্বপনকে গলাকেটে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘এসব লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে