Ajker Patrika

শায়েস্তাগঞ্জে ৭ সবজি বিক্রেতাকে জরিমানা

প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে ৭ সবজি বিক্রেতাকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করার ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার শা‌য়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর কাঁচাবাজার ও আলীগঞ্জ কাঁচাবাজা‌রে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম ।

এ সময় অধিকমূ‌ল্যে পণ্য বিক্রি ও মূল্য তা‌লিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে  ৬ হাজার ২শ টাকা জ‌রিমানা করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিনহাজুল ইসলাম  বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউনের অজুহাতে সবজি বিক্রেতারা বেশি দামে সবজি বিক্রি করছিলেন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়েছে।

পৌর এলাকার একজন ক্রেতা ফুরুক আলী বলেন, প্রশাসন এভাবে নিয়মিত অভিযান চালালে দোকানীরা আমাদের নিকট থেকে বেশি দাম রাখতে পারবে না।

বাজারের ব্যবসায়ী মিসবাহ উদ্দিন বলেন, কিছু ব্যবসায়ীর কারণে আমরা আমাদের সম্মান হারাই, এটি খুবই দুঃখ জনক। বিষয়টি ব্যবসায়ী সমিতিতে আলোচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত