Ajker Patrika

জামিনে বেরিয়ে খুন হলে যুবক

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২৩: ৪৩
জামিনে বেরিয়ে খুন হলে যুবক

হবিগঞ্জের বাহুবলে আলম মিয়া (২২) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে হত্যা করেছে অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত মামলায় জামিন পাওয়ার ১৫ দিনে প্রাণ দিতে হলো যুবককে। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার মিরপুর তিতারকোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলম মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের পশ্চিম দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার ছেলে। 

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, গ্রামের তাহির মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী সাবেক ইউপি সদস্য কুতুব আলী। এরই জের ধরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুতুব আলীর দায়ের করা মামলায় গত ১৫ দিন আগে কারাগার থেকে জামিনে বের হন তাহির মিয়ার ছেলে আলম মিয়া। রোববার রাতে তিতারকোণা এলাকায় আলম মিয়াকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে কুতুব আলীসহ তাঁদের লোকজন। পরে স্থানীয়রা গুরুতর আহত আলম মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ও বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত