Ajker Patrika

হবিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩ 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩ 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন—শায়েস্তাগঞ্জ উপজেলার সুলতান চানপুর গ্রামের খোকন মিয়া, রাহিম মিয়া ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের জলফু মিয়া। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় খোকন মিয়া ও রাহিম মিয়া শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। তাঁরা শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক জলফু মিয়ার মৃত্যু হয়। আহত হন রিকশার দুই যাত্রী।’ 

ওসি মো. সালেহ আহমেদ আরও বলেন, ‘শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক খোকন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রাহিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এমএজি ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত