হবিগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি রাজনৈতিক দল সরাসরি অবস্থান না নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাতে চায়, ইসলামি দলগুলো নয়; কারণ, তাদের মধ্যে ক্ষমতার পালাবদলের একধরনের সিন্ডিকেট রয়েছে। পাঁচ বছর করে তারা ক্ষমতা বদল করে লুটপাট চালিয়ে যেতে চায়।
আজ সোমবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘মানুষ এখন চোখ খুলে দিয়েছে। মার্কা দেখে ভোট দেওয়ার যুগ শেষ। ইসলামি দল ক্ষমতায় এলে দুর্নীতির কালো বিড়াল বের হয়ে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভেবেছিলাম সমাজ বদলাবে। কিন্তু এখনো চলছে চাঁদাবাজি, দখলবাজি ও অশ্লীলতা।’
ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। সেই সময় অনেকে এসি রুমে আরাম করছিলেন। এখন যদি মানুষের আবেগ ও জীবনের সঙ্গে খেলা করা হয়, তাহলে আবারও আন্দোলনের মাধ্যমে অন্যায় ভাসিয়ে দেব।’
সমাবেশে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির দাবি তুলে ধরা হয়। এ ছাড়া নারী সংস্কার কমিশন বাতিল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিও জানানো হয়।
সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টিসহ বিভিন্ন ইসলামি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি রাজনৈতিক দল সরাসরি অবস্থান না নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাতে চায়, ইসলামি দলগুলো নয়; কারণ, তাদের মধ্যে ক্ষমতার পালাবদলের একধরনের সিন্ডিকেট রয়েছে। পাঁচ বছর করে তারা ক্ষমতা বদল করে লুটপাট চালিয়ে যেতে চায়।
আজ সোমবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘মানুষ এখন চোখ খুলে দিয়েছে। মার্কা দেখে ভোট দেওয়ার যুগ শেষ। ইসলামি দল ক্ষমতায় এলে দুর্নীতির কালো বিড়াল বের হয়ে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভেবেছিলাম সমাজ বদলাবে। কিন্তু এখনো চলছে চাঁদাবাজি, দখলবাজি ও অশ্লীলতা।’
ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। সেই সময় অনেকে এসি রুমে আরাম করছিলেন। এখন যদি মানুষের আবেগ ও জীবনের সঙ্গে খেলা করা হয়, তাহলে আবারও আন্দোলনের মাধ্যমে অন্যায় ভাসিয়ে দেব।’
সমাবেশে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির দাবি তুলে ধরা হয়। এ ছাড়া নারী সংস্কার কমিশন বাতিল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিও জানানো হয়।
সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টিসহ বিভিন্ন ইসলামি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে