প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।

খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৫ মিনিট আগে