Ajker Patrika

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের যুবক নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
ইতালিতে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের যুবক নিহত
নিহত মিসফাউর রহমান নাঈম। ছবি: সংগৃহীত

পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রথমে লিবিয়া, পরে সেখান থেকে ইতালিতে যান মিসফাউর রহমান নাঈম (২২)। তবে তাঁর আর ভাগ্যবদল হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নাঈম। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামে।

গত রোববার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক দুর্ঘটনায় নাঈমের মৃত্যু হয়। তিনি করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার ছেলে।

জানা গেছে, পরিবারের দুই ভাইয়ের মধ্যে নাঈম ছোট। তিনি ইউরোপের দেশে যাওয়ার জন্য ২০২২ সালের শুরুর দিকে লিবিয়ায় যান। পরে দালালের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান। ইতালিতে পৌঁছার চার মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

ইতালির সংবাদমাধ্যম রাই নিউজ আইটি সূত্রে জানা যায়, ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলেন। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌঁছালে একটি প্রাইভেট কারের ধাক্কায় স্কুটার আরোহী নাঈম, একটি বাইসাইকেল আরোহীসহ দুই বাংলাদেশি তরুণ ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নাঈম মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর আহত বাংলাদেশি যুবককে ট্রাইসেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়িচালককে আটক করে তাঁর লাইসেন্স বাতিল এবং মামলায় গ্রেপ্তার দেখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নাঈমের চাচা মশিউর রহমান টিটু বলেন, ‘প্রায় চার মাস আগে নাঈম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায়। কিন্তু সেখানে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমার ভাতিজার লাশ যেন বাড়িতে এনে দাফন করতে পারি, সেই ব্যবস্থা নিতে। দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি। এখন সে লাশ হয়ে গেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বলেন, পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে লাশ দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত