Ajker Patrika

হবিগঞ্জের বিখ্যাত ‘এক আন্ডার মসজিদ’

প্রতিনিধি
হবিগঞ্জের বিখ্যাত ‘এক আন্ডার মসজিদ’

হবিগঞ্জ: ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ এই বাক্যটিকে বাস্তবে প্রমাণ করেছেন হবিগঞ্জের এক মহীয়সী নারী। তিল তিল করে তিনি গড়ে তুলেছেন একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি পরিচিত ‘বেঙ্গির মায়ের মসজিদ’ নামে। আজ থেকে ১১৯ বছর আগে তিনি ঐকান্তিক প্রচেষ্টায় মসজিদটি নির্মাণ করেন।

শতবর্ষ পরে এসেও বেঙ্গির মায়ের মসজিদ নির্মাণের কাহিনী এলাকাবাসীর মুখে মুখে। মসজিদটির আরেক নাম ‘এক আন্ডার মসজিদ’। এলাকাবাসীর থেকে জানা গেছে, একটি মুরগির ডিম মসজিদের নামে মানত করেছিলেন সেই নারী। ওই মুরগির ডিম ফুটে একটি বাচ্চার জন্ম হয়। পরে ওই বাচ্চা বড় হলে তা থেকে আরও ৭টি ডিম হয়। এরপর ওই ৭ ডিম থেকে ৭টি বাচ্চার জন্ম হয়। এভাবে একপর্যায়ে মুরগির খামার গড়ে তোলেন তিনি। ওই খামারের মুরগি বিক্রি করে বেঙ্গির মা টাকা জমাতে থাকেন।

ছবি: সংগৃহীতসে সময়ে তিনি এক লাখ টাকা জমা করে মসজিদটি তার স্বামীর মাধ্যমে নির্মাণ করে দেন। বেঙ্গির মা ছিলেন নিঃসন্তান। ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর মসজিদটির নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। মসজিদ নির্মাণের শত বছর অতিবাহিত হলেও এখন এ কাহিনী সবার মুখে মুখে। অনেকেই মনে করেন, একটি ডিম থেকে একটি মসজিদ নির্মাণের ঘটনা ইতিহাসে এই প্রথম। তাও আবার একজন মহিলা কর্তৃক মসজিদ নির্মাণ সবাইকে অবাক করেছে।

প্রজাতপুর ও লালপুর গ্রামবাসী ২০০৯ সালে মসজিদটির বর্ধিত অংশ সংস্কার করেছেন। কিন্তু বেঙ্গির মার মূল মসজিদটি এখনও বিদ্যমান রয়েছে। চলতি বছরে মসজিদটি নতুন করে রঙ করা হয়েছে।

ছবি: সংগৃহীতমসজিদের খতিব মাওলানা আলমাছ উদ্দিন বলেন, ‘আমি মসজিদ নির্মাণে বেঙ্গির মার এক আন্ডার গল্প শুনে অবাক হয়েছি। ইচ্ছা থাকলে মানুষ কী না করতে পারে। তার ছেলেসন্তান না থাকলেও এই মসজিদটি পৃথিবী যত দিন থাকবে তত দিন সাক্ষী হয়ে থাকবে।’

বেঙ্গির মার এক নিকটাত্মীয় প্রজাতপুর গ্রামের রাকিল হোসেন বলেন, ‘সরফ উল্লার স্ত্রী বেঙ্গির মা এই মসজিদের প্রতিষ্ঠাতা। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বেঙ্গির মা একটি আন্ডা থেকেই এই মসজিদ নির্মাণ করেন।’

ছবি: সংগৃহীতবর্তমানে এলাকাবাসী কয়েক লাখ টাকা ব্যয় করে মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য সংস্কার করেছেন। মসজিদের মোতাওয়াল্লি লন্ডন প্রবাসী আবদুল হারিছ। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি।

বর্তমানে মসজিদটির পরিচালনা কমিটিতে রয়েছেন বেঙ্গির মার বংশধর রূপ উদ্দিন, লন্ডন প্রবাসী আবদুল হারিছ, ব্যবসায়ী হেলিম উদ্দিন, রাকিল হোসেন ও শামীনুর মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত