প্রতিনিধি

হবিগঞ্জ: ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ এই বাক্যটিকে বাস্তবে প্রমাণ করেছেন হবিগঞ্জের এক মহীয়সী নারী। তিল তিল করে তিনি গড়ে তুলেছেন একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি পরিচিত ‘বেঙ্গির মায়ের মসজিদ’ নামে। আজ থেকে ১১৯ বছর আগে তিনি ঐকান্তিক প্রচেষ্টায় মসজিদটি নির্মাণ করেন।
শতবর্ষ পরে এসেও বেঙ্গির মায়ের মসজিদ নির্মাণের কাহিনী এলাকাবাসীর মুখে মুখে। মসজিদটির আরেক নাম ‘এক আন্ডার মসজিদ’। এলাকাবাসীর থেকে জানা গেছে, একটি মুরগির ডিম মসজিদের নামে মানত করেছিলেন সেই নারী। ওই মুরগির ডিম ফুটে একটি বাচ্চার জন্ম হয়। পরে ওই বাচ্চা বড় হলে তা থেকে আরও ৭টি ডিম হয়। এরপর ওই ৭ ডিম থেকে ৭টি বাচ্চার জন্ম হয়। এভাবে একপর্যায়ে মুরগির খামার গড়ে তোলেন তিনি। ওই খামারের মুরগি বিক্রি করে বেঙ্গির মা টাকা জমাতে থাকেন।
সে সময়ে তিনি এক লাখ টাকা জমা করে মসজিদটি তার স্বামীর মাধ্যমে নির্মাণ করে দেন। বেঙ্গির মা ছিলেন নিঃসন্তান। ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর মসজিদটির নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। মসজিদ নির্মাণের শত বছর অতিবাহিত হলেও এখন এ কাহিনী সবার মুখে মুখে। অনেকেই মনে করেন, একটি ডিম থেকে একটি মসজিদ নির্মাণের ঘটনা ইতিহাসে এই প্রথম। তাও আবার একজন মহিলা কর্তৃক মসজিদ নির্মাণ সবাইকে অবাক করেছে।
প্রজাতপুর ও লালপুর গ্রামবাসী ২০০৯ সালে মসজিদটির বর্ধিত অংশ সংস্কার করেছেন। কিন্তু বেঙ্গির মার মূল মসজিদটি এখনও বিদ্যমান রয়েছে। চলতি বছরে মসজিদটি নতুন করে রঙ করা হয়েছে।
মসজিদের খতিব মাওলানা আলমাছ উদ্দিন বলেন, ‘আমি মসজিদ নির্মাণে বেঙ্গির মার এক আন্ডার গল্প শুনে অবাক হয়েছি। ইচ্ছা থাকলে মানুষ কী না করতে পারে। তার ছেলেসন্তান না থাকলেও এই মসজিদটি পৃথিবী যত দিন থাকবে তত দিন সাক্ষী হয়ে থাকবে।’
বেঙ্গির মার এক নিকটাত্মীয় প্রজাতপুর গ্রামের রাকিল হোসেন বলেন, ‘সরফ উল্লার স্ত্রী বেঙ্গির মা এই মসজিদের প্রতিষ্ঠাতা। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বেঙ্গির মা একটি আন্ডা থেকেই এই মসজিদ নির্মাণ করেন।’
বর্তমানে এলাকাবাসী কয়েক লাখ টাকা ব্যয় করে মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য সংস্কার করেছেন। মসজিদের মোতাওয়াল্লি লন্ডন প্রবাসী আবদুল হারিছ। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি।
বর্তমানে মসজিদটির পরিচালনা কমিটিতে রয়েছেন বেঙ্গির মার বংশধর রূপ উদ্দিন, লন্ডন প্রবাসী আবদুল হারিছ, ব্যবসায়ী হেলিম উদ্দিন, রাকিল হোসেন ও শামীনুর মিয়া।

হবিগঞ্জ: ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ এই বাক্যটিকে বাস্তবে প্রমাণ করেছেন হবিগঞ্জের এক মহীয়সী নারী। তিল তিল করে তিনি গড়ে তুলেছেন একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি পরিচিত ‘বেঙ্গির মায়ের মসজিদ’ নামে। আজ থেকে ১১৯ বছর আগে তিনি ঐকান্তিক প্রচেষ্টায় মসজিদটি নির্মাণ করেন।
শতবর্ষ পরে এসেও বেঙ্গির মায়ের মসজিদ নির্মাণের কাহিনী এলাকাবাসীর মুখে মুখে। মসজিদটির আরেক নাম ‘এক আন্ডার মসজিদ’। এলাকাবাসীর থেকে জানা গেছে, একটি মুরগির ডিম মসজিদের নামে মানত করেছিলেন সেই নারী। ওই মুরগির ডিম ফুটে একটি বাচ্চার জন্ম হয়। পরে ওই বাচ্চা বড় হলে তা থেকে আরও ৭টি ডিম হয়। এরপর ওই ৭ ডিম থেকে ৭টি বাচ্চার জন্ম হয়। এভাবে একপর্যায়ে মুরগির খামার গড়ে তোলেন তিনি। ওই খামারের মুরগি বিক্রি করে বেঙ্গির মা টাকা জমাতে থাকেন।
সে সময়ে তিনি এক লাখ টাকা জমা করে মসজিদটি তার স্বামীর মাধ্যমে নির্মাণ করে দেন। বেঙ্গির মা ছিলেন নিঃসন্তান। ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর মসজিদটির নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। মসজিদ নির্মাণের শত বছর অতিবাহিত হলেও এখন এ কাহিনী সবার মুখে মুখে। অনেকেই মনে করেন, একটি ডিম থেকে একটি মসজিদ নির্মাণের ঘটনা ইতিহাসে এই প্রথম। তাও আবার একজন মহিলা কর্তৃক মসজিদ নির্মাণ সবাইকে অবাক করেছে।
প্রজাতপুর ও লালপুর গ্রামবাসী ২০০৯ সালে মসজিদটির বর্ধিত অংশ সংস্কার করেছেন। কিন্তু বেঙ্গির মার মূল মসজিদটি এখনও বিদ্যমান রয়েছে। চলতি বছরে মসজিদটি নতুন করে রঙ করা হয়েছে।
মসজিদের খতিব মাওলানা আলমাছ উদ্দিন বলেন, ‘আমি মসজিদ নির্মাণে বেঙ্গির মার এক আন্ডার গল্প শুনে অবাক হয়েছি। ইচ্ছা থাকলে মানুষ কী না করতে পারে। তার ছেলেসন্তান না থাকলেও এই মসজিদটি পৃথিবী যত দিন থাকবে তত দিন সাক্ষী হয়ে থাকবে।’
বেঙ্গির মার এক নিকটাত্মীয় প্রজাতপুর গ্রামের রাকিল হোসেন বলেন, ‘সরফ উল্লার স্ত্রী বেঙ্গির মা এই মসজিদের প্রতিষ্ঠাতা। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বেঙ্গির মা একটি আন্ডা থেকেই এই মসজিদ নির্মাণ করেন।’
বর্তমানে এলাকাবাসী কয়েক লাখ টাকা ব্যয় করে মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য সংস্কার করেছেন। মসজিদের মোতাওয়াল্লি লন্ডন প্রবাসী আবদুল হারিছ। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি।
বর্তমানে মসজিদটির পরিচালনা কমিটিতে রয়েছেন বেঙ্গির মার বংশধর রূপ উদ্দিন, লন্ডন প্রবাসী আবদুল হারিছ, ব্যবসায়ী হেলিম উদ্দিন, রাকিল হোসেন ও শামীনুর মিয়া।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
১৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
৩৩ মিনিট আগে