টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি সম্পর্কে অবগত না থেকেও যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই রাজ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজ তালুকদারকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হল। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ওই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’
জানতে চাইলে রাজ তালুকদার বলেন, ‘আমি ছাত্রদলের পদ কোনো সিভি জমা দেইনি। আমরা নামে কেউ সিভি জমা দিয়ে থাকতে পারে। আগে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতে রাজনীতির সঙ্গে থাকব না। এটিই আমরা বক্তব্য।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল। তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দলীয় শৃঙ্খলাপরিপন্থী। তাই তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি সম্পর্কে অবগত না থেকেও যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই রাজ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজ তালুকদারকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হল। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ওই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’
জানতে চাইলে রাজ তালুকদার বলেন, ‘আমি ছাত্রদলের পদ কোনো সিভি জমা দেইনি। আমরা নামে কেউ সিভি জমা দিয়ে থাকতে পারে। আগে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতে রাজনীতির সঙ্গে থাকব না। এটিই আমরা বক্তব্য।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল। তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দলীয় শৃঙ্খলাপরিপন্থী। তাই তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১০ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১৩ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
২৫ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩৩ মিনিট আগে