গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি হারুন মিনাকে (৬০) গতকাল রোববার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে হত্যার ঘটনায় রাতেই মামলা করা হয়। হারুনের ছোট ভাই টুকু মিনা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা করেন।
মামলায় হারুন মিনাকে প্রধান আসামি করা হয়েছে। বাকি দুই আসামি হলেন হারুনের স্ত্রী দুলু বেগম (৫৫) ও মেয়ে ময়না (১৮)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুকুর সঙ্গে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। গতকাল সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা-কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তার মা গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গতকাল রাতেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে হারুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় অপর দুই আসামি পলাতক রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি হারুন মিনাকে (৬০) গতকাল রোববার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে হত্যার ঘটনায় রাতেই মামলা করা হয়। হারুনের ছোট ভাই টুকু মিনা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা করেন।
মামলায় হারুন মিনাকে প্রধান আসামি করা হয়েছে। বাকি দুই আসামি হলেন হারুনের স্ত্রী দুলু বেগম (৫৫) ও মেয়ে ময়না (১৮)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুকুর সঙ্গে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। গতকাল সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা-কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তার মা গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গতকাল রাতেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে হারুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় অপর দুই আসামি পলাতক রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৬ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৯ মিনিট আগে