Ajker Patrika

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এনসিপি নেতা-কর্মীদের

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২১: ৪৭
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এনসিপি নেতা-কর্মীদের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী মোড় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলায় অবরোধ করেছেন এনসিপির নেতা-কর্মীরা।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে যাত্রাবাড়ী চৌরাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করেন। ১ ঘণ্টা পরে বিকেল ৬টায় ব্লকেড খুলে দেন। বর্তমানে যানবাহন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন চার প্লাটুন বিজিবি সদস্য। এর আগে সমাবেশস্থলেও হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।

এনসিপির কেন্দ্রীয় সদস্য আতিকুজ্জামান হৃদয় ও কদমতলী থানা শাখার সমন্বয়ক মাহমুদুল হাসান রাকিব মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে বক্তব্যে তাঁরা বলেন, ‘গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা দিয়ে দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়। আমরা হামলাকারীদের গ্রপ্তারের দাবি জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত