কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলড্রেসের জন্য ভর্ৎসনা করায় বিকাশ চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষককে মারধর করেছে ছাত্র ও তার অভিভাবকেরা। এ সময় ওই শিক্ষককে হামলা থেকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন (শিক্ষক–কর্মচারী) আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী উপজেলার হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পিতাশ হালদার স্কুলড্রেস না পরে আসলে প্রধান শিক্ষক তাকে শাসন করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র বাড়িতে চলে যায়। ছুটির পরে বাড়ি ফেরার পথে পিতাশ ও তার অভিভাবকেরা প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও মারধর করে।
গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, শিক্ষক উত্তম অধিকারী, ল্যাব অপারেটর সুদেপ অধিকারী, কর্মচারী জয় সেন ও বুলেট দত্তকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ছাত্র–অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রের বাবা পঙ্কশ হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার জন্য আমরা দুঃখিত। পিতাশের বাবা হিসেবে আমি সব শিক্ষকের কাছে ক্ষমা চাই।’
বিদ্যালয়ের শিক্ষক স্বপন রায় বলেন, ‘একজন প্রধান শিক্ষক ছাত্রকে শাসন করায় এভাবে মারধরের শিকার হলেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য রোগীদের শারীরিক খোঁজ–খবর নিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলড্রেসের জন্য ভর্ৎসনা করায় বিকাশ চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষককে মারধর করেছে ছাত্র ও তার অভিভাবকেরা। এ সময় ওই শিক্ষককে হামলা থেকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন (শিক্ষক–কর্মচারী) আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী উপজেলার হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পিতাশ হালদার স্কুলড্রেস না পরে আসলে প্রধান শিক্ষক তাকে শাসন করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র বাড়িতে চলে যায়। ছুটির পরে বাড়ি ফেরার পথে পিতাশ ও তার অভিভাবকেরা প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও মারধর করে।
গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, শিক্ষক উত্তম অধিকারী, ল্যাব অপারেটর সুদেপ অধিকারী, কর্মচারী জয় সেন ও বুলেট দত্তকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ছাত্র–অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রের বাবা পঙ্কশ হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার জন্য আমরা দুঃখিত। পিতাশের বাবা হিসেবে আমি সব শিক্ষকের কাছে ক্ষমা চাই।’
বিদ্যালয়ের শিক্ষক স্বপন রায় বলেন, ‘একজন প্রধান শিক্ষক ছাত্রকে শাসন করায় এভাবে মারধরের শিকার হলেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য রোগীদের শারীরিক খোঁজ–খবর নিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে