Ajker Patrika

কোটালীপাড়ায় ঘরে ঢুকে যুবককে হাত-পা বেঁধে হত্যা, মালামাল লুট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
কোটালীপাড়ায় ঘরে ঢুকে যুবককে হাত-পা বেঁধে হত্যা, মালামাল লুট
গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে ঘরের আসবাব ভাঙচুর করে দামি মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতঘরে ঢুকে পিয়াস মজুমদার (২২) নামের এক যুবককে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ঘরের আসবাব ভাঙচুর করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পিয়াসের বাবা পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক। পিয়াসের মা একজন নার্স। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তাঁরা কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যান। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তাঁর ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার বলেন, ‘দুর্বৃত্তরা পিয়াস মজুমদারের হাত-পা বেঁধে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে। খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াসকে হাসপাতালে পাঠাই। খোকনের ঘরের সব আসবাব ভাঙচুর এবং এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দিই।’

কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পিয়াস নামের এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত