নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে। মিন্টু শিকদারকে তারা জোর করে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
তালেবুর রহমান জানান, অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি জব্দ করা হয়। ইয়াছিন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। মিন্টু শিকদারকে অর্থ আত্মসাতের জন্য অপহরণ করেছিল।
গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে। মিন্টু শিকদারকে তারা জোর করে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
তালেবুর রহমান জানান, অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি জব্দ করা হয়। ইয়াছিন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। মিন্টু শিকদারকে অর্থ আত্মসাতের জন্য অপহরণ করেছিল।
গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে