টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ২৫ ফেব্রুয়ারি শিশুটির মা টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল হাওলাদার (৬০)।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কামরুল হাওলাদার শিশুটির বাড়িতে মাঝেমধ্যে যাতায়াত করতেন। তাকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতেন। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিয়ে কামরুল নিজের বাড়ি যান। সেখানে তিনি ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। আশপাশের নারীরা এগিয়ে এলে কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা শিশুটির মাকে জানান।
শিশুটির মা বলেন, ‘ঘটনাস্থল থেকে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার মেয়ে সবকিছু জানায়। তখন মামলা করলে বুধবার রাতে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, শিশুটির মায়ের মামলার পর অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যান। পরে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ২৫ ফেব্রুয়ারি শিশুটির মা টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল হাওলাদার (৬০)।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কামরুল হাওলাদার শিশুটির বাড়িতে মাঝেমধ্যে যাতায়াত করতেন। তাকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতেন। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিয়ে কামরুল নিজের বাড়ি যান। সেখানে তিনি ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। আশপাশের নারীরা এগিয়ে এলে কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা শিশুটির মাকে জানান।
শিশুটির মা বলেন, ‘ঘটনাস্থল থেকে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার মেয়ে সবকিছু জানায়। তখন মামলা করলে বুধবার রাতে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, শিশুটির মায়ের মামলার পর অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যান। পরে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে