গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনায় করা মামলার আসামিদের অধিকাংশকেই চিনেন না বাদী। অপরদিকে বন্দী ব্যক্তিকেও এই মামলার আসামি করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনের নাম মামলায় একাধিকবার উল্লেখ করা হয়েছে। বাদী বলছেন, কিছু আসামিকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে, অন্যদের নাম সদর থানা থেকে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২২ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করলে বেলা ১টার দিকে বন্দীদের লকাপ করে দেওয়া হয়। ১টা ৪৫ মিনিটে এনসিপির নেতারা সমাবেশ শেষ করে ফেরার পথে এজাহারনামীয় আসামিসহ ৯০০ থেকে ১ হাজারজন শহরের লঞ্চঘাট এলাকায় তাঁদের ওপর হামলা চালান।
এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাঁদের ছত্রভঙ্গ করে দিলে আসামিরা লঞ্চঘাট বটতলা ও মডেল মসজিদের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বেলা ৩টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা কারাগারে হামলা চালান। এতে বেশ কয়েকজন কারারক্ষী গুরুতর আহত হন। এ ছাড়া জেলা কারাগারের বিভিন্ন মালামাল, গাড়িসহ স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে মামলার ৮৫ নম্বর আসামি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমরা সব আইনজীবী জেলা জজের খাস কামরায় অবস্থান করছিলাম। সেখানের সিসিটিভি ফুটেজও হয়তো রয়েছে। তারপরও আমাদের কেন আসামি করা হলো, বিষয়টি আমার বোধগম্য নয়। আমাদের মোট ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।’
মামলার ৬৬ নম্বর আসামি তোরাব আলী সরদার বর্তমান জেলা কারাগারে বন্দী রয়েছেন। বন্দী থেকেও তিনি কারাগারে হামলার মামলায় আসামি হয়েছেন। এ বিষয়ে তাঁর স্ত্রী লিয়ামনি বলেন, ‘আমার স্বামী গত ২৪ মে থেকে কারাগারে বন্দী রয়েছেন। গতকাল শুনলাম ১৬ জুলাই কারাগারে যে হামলা হয়েছে, সেই মামলার আসামি করা হয়েছে আমার স্বামীকে। কারাগারে বন্দী থেকেও কীভাবে আমার স্বামী হামলা করল, আমরা বুঝি না।’
জানতে চাইলে বাদী গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) তানিয়া জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সিসিটিভি দেখে কিছু নাম দিয়েছি। বাকি নাম সদর থানা থেকে দেওয়া হয়েছে। আপনি সদর থানায় যোগাযোগ করেন। আমরা যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি, সেই কয়জনের নাম দিয়েছি।’
তোরাব আলী সরদার কারাগারে বন্দী থেকেও কীভাবে মামলার আসামি হলেন—জানতে চাইলে তানিয়া জামান বলেন, ‘তোরাব আলী সরদারের নাম তো আমি দিইনি। আমি যে কয়জনকে শনাক্ত করতে পেরেছি, সে কয়েকজনের নাম দিয়েছি।’
১২ আইনজীবীকে আসামি করার বিষয়ে তানিয়া জামান বলেন, ‘সেটাও সদর থানা-পুলিশ জানে। কারণ, মামলার সবাইকে তো আর আমি চিনি না। সবাইকে চেনাও আমার পক্ষে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজ আমাদের কারারক্ষীরা দেখে শনাক্ত করে বেশ কয়েকজনের নাম দিয়েছে, আমি তাদের নাম দিয়েছি। মামলার ১৬১ জনকে আমি চিনি না বা আমার পক্ষে চেনা সম্ভব নয়।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এর বেশি আর কিছু বলতে পারব না।’

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনায় করা মামলার আসামিদের অধিকাংশকেই চিনেন না বাদী। অপরদিকে বন্দী ব্যক্তিকেও এই মামলার আসামি করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনের নাম মামলায় একাধিকবার উল্লেখ করা হয়েছে। বাদী বলছেন, কিছু আসামিকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে, অন্যদের নাম সদর থানা থেকে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২২ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করলে বেলা ১টার দিকে বন্দীদের লকাপ করে দেওয়া হয়। ১টা ৪৫ মিনিটে এনসিপির নেতারা সমাবেশ শেষ করে ফেরার পথে এজাহারনামীয় আসামিসহ ৯০০ থেকে ১ হাজারজন শহরের লঞ্চঘাট এলাকায় তাঁদের ওপর হামলা চালান।
এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাঁদের ছত্রভঙ্গ করে দিলে আসামিরা লঞ্চঘাট বটতলা ও মডেল মসজিদের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বেলা ৩টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা কারাগারে হামলা চালান। এতে বেশ কয়েকজন কারারক্ষী গুরুতর আহত হন। এ ছাড়া জেলা কারাগারের বিভিন্ন মালামাল, গাড়িসহ স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে মামলার ৮৫ নম্বর আসামি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমরা সব আইনজীবী জেলা জজের খাস কামরায় অবস্থান করছিলাম। সেখানের সিসিটিভি ফুটেজও হয়তো রয়েছে। তারপরও আমাদের কেন আসামি করা হলো, বিষয়টি আমার বোধগম্য নয়। আমাদের মোট ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।’
মামলার ৬৬ নম্বর আসামি তোরাব আলী সরদার বর্তমান জেলা কারাগারে বন্দী রয়েছেন। বন্দী থেকেও তিনি কারাগারে হামলার মামলায় আসামি হয়েছেন। এ বিষয়ে তাঁর স্ত্রী লিয়ামনি বলেন, ‘আমার স্বামী গত ২৪ মে থেকে কারাগারে বন্দী রয়েছেন। গতকাল শুনলাম ১৬ জুলাই কারাগারে যে হামলা হয়েছে, সেই মামলার আসামি করা হয়েছে আমার স্বামীকে। কারাগারে বন্দী থেকেও কীভাবে আমার স্বামী হামলা করল, আমরা বুঝি না।’
জানতে চাইলে বাদী গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) তানিয়া জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সিসিটিভি দেখে কিছু নাম দিয়েছি। বাকি নাম সদর থানা থেকে দেওয়া হয়েছে। আপনি সদর থানায় যোগাযোগ করেন। আমরা যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি, সেই কয়জনের নাম দিয়েছি।’
তোরাব আলী সরদার কারাগারে বন্দী থেকেও কীভাবে মামলার আসামি হলেন—জানতে চাইলে তানিয়া জামান বলেন, ‘তোরাব আলী সরদারের নাম তো আমি দিইনি। আমি যে কয়জনকে শনাক্ত করতে পেরেছি, সে কয়েকজনের নাম দিয়েছি।’
১২ আইনজীবীকে আসামি করার বিষয়ে তানিয়া জামান বলেন, ‘সেটাও সদর থানা-পুলিশ জানে। কারণ, মামলার সবাইকে তো আর আমি চিনি না। সবাইকে চেনাও আমার পক্ষে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজ আমাদের কারারক্ষীরা দেখে শনাক্ত করে বেশ কয়েকজনের নাম দিয়েছে, আমি তাদের নাম দিয়েছি। মামলার ১৬১ জনকে আমি চিনি না বা আমার পক্ষে চেনা সম্ভব নয়।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এর বেশি আর কিছু বলতে পারব না।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে