নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের (একাংশ) সাংস্কৃতিক সম্পাদকের পদ পেয়েছেন। পদ পাওয়ার পরে আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে নামের আগে পিছে লীগ যোগ করে শতাধিক সংগঠন তৈরি হয়েছে। এসব সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির বাণিজ্যসহ নানান অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়। এসব সংগঠনের বিষয়ে আওয়ামী লীগ থেকে বিভিন্ন সময় সতর্কতাও জানানো হয়েছিল। তেমনি একটি সংগঠন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। এই নামে একাধিক সংগঠন রয়েছে।
পদ পাওয়ার পরে আজ মঙ্গলবার সকালে মিনিবাসে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যান হিরো আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করছেন, এটাকে লীগ বলছেন আপনারা। আমরা বলছি, এটি একটি সংগঠন। এই বিষয়টা ক্লিয়ার করছি। প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন।’
আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, ‘আমার হাতে ফুল দিয়ে বাংলার নতুন প্রজন্মের সন্তান হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন। তাকে নিয়ে আমরা জাতির পিতার পবিত্র সমাধি সৌধের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে মাজার জিয়ারত করব, নামাজ পড়ব এবং ফুলেল শ্রদ্ধা জানাব।’
উল্লেখ্য, হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট শেষ হওয়ার আগমুহূর্তে তিনি হামলার শিকার হন। তখন হিরো আলম অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। তবে তা অস্বীকার করেন আওয়ামী লীগের নেতারা।

দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের (একাংশ) সাংস্কৃতিক সম্পাদকের পদ পেয়েছেন। পদ পাওয়ার পরে আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে নামের আগে পিছে লীগ যোগ করে শতাধিক সংগঠন তৈরি হয়েছে। এসব সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির বাণিজ্যসহ নানান অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়। এসব সংগঠনের বিষয়ে আওয়ামী লীগ থেকে বিভিন্ন সময় সতর্কতাও জানানো হয়েছিল। তেমনি একটি সংগঠন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। এই নামে একাধিক সংগঠন রয়েছে।
পদ পাওয়ার পরে আজ মঙ্গলবার সকালে মিনিবাসে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যান হিরো আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করছেন, এটাকে লীগ বলছেন আপনারা। আমরা বলছি, এটি একটি সংগঠন। এই বিষয়টা ক্লিয়ার করছি। প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন।’
আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, ‘আমার হাতে ফুল দিয়ে বাংলার নতুন প্রজন্মের সন্তান হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন। তাকে নিয়ে আমরা জাতির পিতার পবিত্র সমাধি সৌধের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে মাজার জিয়ারত করব, নামাজ পড়ব এবং ফুলেল শ্রদ্ধা জানাব।’
উল্লেখ্য, হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট শেষ হওয়ার আগমুহূর্তে তিনি হামলার শিকার হন। তখন হিরো আলম অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। তবে তা অস্বীকার করেন আওয়ামী লীগের নেতারা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে