গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতিকালে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিকেলে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মিজানুর রহমান এ কথা বলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার চোরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে সামিউল শেখ (৩৫), একই উপজেলার আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে মো. মোরশেদ খান ওরফে কামাল (৪০) এবং একই উপজেলার চোরখুলী গ্রামের রহম ভূঁইয়ার ছেলে শওকত ভূঁইয়া (৫০)।
সংবাদ সম্মেলনে এসপি জানান, তাঁরা ঋণের টাকা জোগাড় করতে গিয়ে ডাকাতির পরিকল্পনা করেন। সে অনুযায়ী তৃতীয়বারের চেষ্টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে ডাকাতির সময় বাড়ির মালিক পল মজুমদারের ছেলে প্রিয়াস মজুমদারকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামিউল শেখ ও মো. মোরশেদ ওরফে কামালকে শুক্রবার আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে অপর আসামি শওকত আলী ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ১১ মার্চ হত্যা ও ডাকাতির ঘটনার দিন নিহত প্রিয়াসের বাবা পল মজুমদার খোকন বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ১২ মার্চ নিজ বাড়ি থেকে সামিউল শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয় মো. মোরশেদ ওরফে কামাল নামের আরও একজনকে। ১৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা। সর্বশেষ শুক্রবার (১৪ মার্চ) রাতে গোপালগঞ্জ শহর থেকে চুরিসহ ১১ মামলার আসামি শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করে শনিবার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতিকালে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিকেলে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মিজানুর রহমান এ কথা বলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার চোরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে সামিউল শেখ (৩৫), একই উপজেলার আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে মো. মোরশেদ খান ওরফে কামাল (৪০) এবং একই উপজেলার চোরখুলী গ্রামের রহম ভূঁইয়ার ছেলে শওকত ভূঁইয়া (৫০)।
সংবাদ সম্মেলনে এসপি জানান, তাঁরা ঋণের টাকা জোগাড় করতে গিয়ে ডাকাতির পরিকল্পনা করেন। সে অনুযায়ী তৃতীয়বারের চেষ্টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে ডাকাতির সময় বাড়ির মালিক পল মজুমদারের ছেলে প্রিয়াস মজুমদারকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামিউল শেখ ও মো. মোরশেদ ওরফে কামালকে শুক্রবার আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে অপর আসামি শওকত আলী ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ১১ মার্চ হত্যা ও ডাকাতির ঘটনার দিন নিহত প্রিয়াসের বাবা পল মজুমদার খোকন বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ১২ মার্চ নিজ বাড়ি থেকে সামিউল শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয় মো. মোরশেদ ওরফে কামাল নামের আরও একজনকে। ১৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা। সর্বশেষ শুক্রবার (১৪ মার্চ) রাতে গোপালগঞ্জ শহর থেকে চুরিসহ ১১ মামলার আসামি শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করে শনিবার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন উপস্থিত ছিলেন।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে