শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাড়ি আটকে ডাকাতির পর এবার চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। তারা ওই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এই ডাকাতি হয়।
মোর্শেদুল জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে বাড়ির দোতলার বারান্দায় ওঠে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তুলে তাঁর মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁর স্ত্রী চিকিৎসক মৌসুমী আক্তার লিজাকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং আলমারি ও ওয়ার্ডরোবের চাবি নিয়ে নেয়।
মোর্শেদুলের তথ্য অনুযায়ী, ডাকাতেরা পরে ঘরের আসবাব তছনছ করে নগদ দেড় লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তারা বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি চালায়। যাওয়ার সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করে। তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে চলন্ত গাড়ি আটকে ডাকাতি হয়। এ সময় ডাকাতদের হামলায় এক অটোচালক ও চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্য নিহত হন।

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাড়ি আটকে ডাকাতির পর এবার চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। তারা ওই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এই ডাকাতি হয়।
মোর্শেদুল জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে বাড়ির দোতলার বারান্দায় ওঠে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তুলে তাঁর মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁর স্ত্রী চিকিৎসক মৌসুমী আক্তার লিজাকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং আলমারি ও ওয়ার্ডরোবের চাবি নিয়ে নেয়।
মোর্শেদুলের তথ্য অনুযায়ী, ডাকাতেরা পরে ঘরের আসবাব তছনছ করে নগদ দেড় লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তারা বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি চালায়। যাওয়ার সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করে। তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে চলন্ত গাড়ি আটকে ডাকাতি হয়। এ সময় ডাকাতদের হামলায় এক অটোচালক ও চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্য নিহত হন।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৯ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে