গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে কালিয়াকৈরে আব্দুল্লাহ আল মামুন (২০) ও হাফিজুল ইসলাম গাজী (২৫) নিহতের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দুটি হয়। দুই হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন কালিয়াকৈরের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং হাফিজুল ইসলাম গাজী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। ওই হামলায় হাফিজুল ইসলাম গাজীও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ আগস্ট তিনি মারা যান। ওই ঘটনার ১১ মাস পর গতকাল সোমবার (৩০ জুন) রাতে নিহত হাফিজুলের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে গত বছরের ৪ আগস্ট উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর মৃত্যুর ১১ মাস পর গতকাল রাতে তাঁর বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতনামা ৪০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কালিয়াকৈর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে কালিয়াকৈরে আব্দুল্লাহ আল মামুন (২০) ও হাফিজুল ইসলাম গাজী (২৫) নিহতের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দুটি হয়। দুই হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন কালিয়াকৈরের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং হাফিজুল ইসলাম গাজী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। ওই হামলায় হাফিজুল ইসলাম গাজীও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ আগস্ট তিনি মারা যান। ওই ঘটনার ১১ মাস পর গতকাল সোমবার (৩০ জুন) রাতে নিহত হাফিজুলের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে গত বছরের ৪ আগস্ট উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর মৃত্যুর ১১ মাস পর গতকাল রাতে তাঁর বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতনামা ৪০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
২১ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩ ঘণ্টা আগে