কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।
এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’
ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’
ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।
এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’
ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’
ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে