গাজীপুর প্রতিনিধি

যুবলীগ নেতার মায়ের দায়ের করা মামলায় গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা প্রশিকার মোড় এলাকা থেকে ডিবি পুলিশ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বেগুনবাড়ী গ্রামের হৃদয় শেখ (২৪), ছাত্রলীগের কর্মী আনোয়ার হোসেন (২৯) ও মেহেদী হাসান শিহাব (২৪)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি
পিস্তল, সাতটি তাজা বুলেট ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, আজ গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও নজরদারিতে রয়েছেন। গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় গ্রেপ্তার আসামি ও তাঁদের সহযোগিরা মোটরসাইকেলের বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি করে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

যুবলীগ নেতার মায়ের দায়ের করা মামলায় গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা প্রশিকার মোড় এলাকা থেকে ডিবি পুলিশ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বেগুনবাড়ী গ্রামের হৃদয় শেখ (২৪), ছাত্রলীগের কর্মী আনোয়ার হোসেন (২৯) ও মেহেদী হাসান শিহাব (২৪)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি
পিস্তল, সাতটি তাজা বুলেট ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, আজ গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও নজরদারিতে রয়েছেন। গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় গ্রেপ্তার আসামি ও তাঁদের সহযোগিরা মোটরসাইকেলের বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি করে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৬ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে