
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে এক শিশুকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া এক শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের স্বজনেরা আজ রোববার সকালে শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর ধর্ষণচেষ্টার শিকার মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়াশোনা করে।
ধর্ষণের মামলায় অভিযুক্ত মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দা। তিনি থাকেন শ্রীপুরের বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেকে। ধর্ষণচেষ্টার মামলার আসামি করা হয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মালেককে (২২)। তিনি মাওনা উত্তরপাড়ায় থেকে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ‘মাদকাসক্ত যুবক আরমান আমার শিশুকন্যাকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েকে দুপুরের পর থেকে খোঁজাখুঁজি করে পাইনি। সন্ধ্যার দিকে স্থানীয়রা কান্নার শব্দ পেয়ে গভীর জঙ্গল থেকে তাকে উদ্ধার করে। আমি মামলা করেছি। এখন ন্যায়বিচারের অপেক্ষায়।’

ধর্ষণচেষ্টার শিকার মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, ‘এক সপ্তাহ ধরে মাদ্রাসায় যাচ্ছে না আমার মেয়ে। কারণ জানতে চাইলে সে জানায়, শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করছে। এরপর শনিবার রাতে স্থানীয়রা ওই শিক্ষককে ধরে গণপিটুনি দেয়।’
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। আর শিশু ধর্ষণচেষ্টায় বাবা মামলা করেছেন। দুটি মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দুটি শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে এক শিশুকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া এক শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের স্বজনেরা আজ রোববার সকালে শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর ধর্ষণচেষ্টার শিকার মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়াশোনা করে।
ধর্ষণের মামলায় অভিযুক্ত মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দা। তিনি থাকেন শ্রীপুরের বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেকে। ধর্ষণচেষ্টার মামলার আসামি করা হয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মালেককে (২২)। তিনি মাওনা উত্তরপাড়ায় থেকে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ‘মাদকাসক্ত যুবক আরমান আমার শিশুকন্যাকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েকে দুপুরের পর থেকে খোঁজাখুঁজি করে পাইনি। সন্ধ্যার দিকে স্থানীয়রা কান্নার শব্দ পেয়ে গভীর জঙ্গল থেকে তাকে উদ্ধার করে। আমি মামলা করেছি। এখন ন্যায়বিচারের অপেক্ষায়।’

ধর্ষণচেষ্টার শিকার মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, ‘এক সপ্তাহ ধরে মাদ্রাসায় যাচ্ছে না আমার মেয়ে। কারণ জানতে চাইলে সে জানায়, শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করছে। এরপর শনিবার রাতে স্থানীয়রা ওই শিক্ষককে ধরে গণপিটুনি দেয়।’
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। আর শিশু ধর্ষণচেষ্টায় বাবা মামলা করেছেন। দুটি মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দুটি শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩২ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩৫ মিনিট আগে