গাজীপুর প্রতিনিধি

পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।
আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।
কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।
সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।
আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।
কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।
সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে