গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগের দিন সোমবার সকালে আরেক নারী দগ্ধ হয়ে মারা যান।
মারা যাওয়া নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার বাইগরপাড়া গ্রামের কাশেম আলীর মেয়ে। তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এর আগে সোমবার সকালে সীমা আক্তার (৩০) নামে আরেক নারীর মৃত্যু হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় আব্দুর রহিমের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দগ্ধ অন্য তিনজন হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছরের ছেলে আয়ান ও তানজিলা (১০)। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।
এসআই সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজন মারা গেছে। বাকি তিনজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগের দিন সোমবার সকালে আরেক নারী দগ্ধ হয়ে মারা যান।
মারা যাওয়া নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার বাইগরপাড়া গ্রামের কাশেম আলীর মেয়ে। তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এর আগে সোমবার সকালে সীমা আক্তার (৩০) নামে আরেক নারীর মৃত্যু হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় আব্দুর রহিমের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দগ্ধ অন্য তিনজন হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছরের ছেলে আয়ান ও তানজিলা (১০)। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।
এসআই সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজন মারা গেছে। বাকি তিনজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৭ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে