গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগের দিন সোমবার সকালে আরেক নারী দগ্ধ হয়ে মারা যান।
মারা যাওয়া নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার বাইগরপাড়া গ্রামের কাশেম আলীর মেয়ে। তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এর আগে সোমবার সকালে সীমা আক্তার (৩০) নামে আরেক নারীর মৃত্যু হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় আব্দুর রহিমের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দগ্ধ অন্য তিনজন হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছরের ছেলে আয়ান ও তানজিলা (১০)। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।
এসআই সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজন মারা গেছে। বাকি তিনজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন নারী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগের দিন সোমবার সকালে আরেক নারী দগ্ধ হয়ে মারা যান।
মারা যাওয়া নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার বাইগরপাড়া গ্রামের কাশেম আলীর মেয়ে। তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এর আগে সোমবার সকালে সীমা আক্তার (৩০) নামে আরেক নারীর মৃত্যু হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় আব্দুর রহিমের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দগ্ধ অন্য তিনজন হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছরের ছেলে আয়ান ও তানজিলা (১০)। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।
এসআই সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজন মারা গেছে। বাকি তিনজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৭ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৯ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩৩ মিনিট আগে