কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে যাত্রী সেজে ইজিবাইকচালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১।
জানা গেছে, নিহত সাইফুল শেরপুরের শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরখান এলাকায় ইজিবাইক চালাতেন।
সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার ওপর ভিকটিম মো. সাইফুল ইসলামকে (২৬) অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। তাঁর গলা ও পেটে জখম করে ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।
স্থানীয় লোকজন সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ভাই মো. শাহ-আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
২৩ অক্টোবর রাতে র্যাব-১ রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূর্বাচল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন আজিজুল ইসলাম (১৮), মো. ইমন খান (১৯), মো. মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম (১৮), বিজয় আহম্মেদ (১৯), আলাউদ্দিন (৩০) ও মো. আরজু মিয়া (৩৩)। তাঁদের কাছ থেকে একটি ছুরি, ছিনতাইকৃত ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন।
এই ছিনতাই চক্রের মূল হোতা আলাউদ্দিন। তিনি ছিনতাই চক্রটিকে নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের অপর সদস্য আজিজুল ও আরজু ছিনতাইকৃত ইজিবাইক এবং অন্যান্য মালামাল বিক্রয় করে থাকেন। তাঁরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিকশা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিলেন।

গাজীপুরের কালীগঞ্জে যাত্রী সেজে ইজিবাইকচালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১।
জানা গেছে, নিহত সাইফুল শেরপুরের শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরখান এলাকায় ইজিবাইক চালাতেন।
সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার ওপর ভিকটিম মো. সাইফুল ইসলামকে (২৬) অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। তাঁর গলা ও পেটে জখম করে ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।
স্থানীয় লোকজন সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ভাই মো. শাহ-আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
২৩ অক্টোবর রাতে র্যাব-১ রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূর্বাচল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন আজিজুল ইসলাম (১৮), মো. ইমন খান (১৯), মো. মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম (১৮), বিজয় আহম্মেদ (১৯), আলাউদ্দিন (৩০) ও মো. আরজু মিয়া (৩৩)। তাঁদের কাছ থেকে একটি ছুরি, ছিনতাইকৃত ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন।
এই ছিনতাই চক্রের মূল হোতা আলাউদ্দিন। তিনি ছিনতাই চক্রটিকে নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের অপর সদস্য আজিজুল ও আরজু ছিনতাইকৃত ইজিবাইক এবং অন্যান্য মালামাল বিক্রয় করে থাকেন। তাঁরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিকশা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিলেন।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে