
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, কিন্তু তাঁদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ্-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাঁদের বেতন কম, তাও সময়মতো দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে শ্রমিকেরা গেলেও তাঁরা গুরুত্ব দেননি।
কারখানায় অপারেটর হিসেবে কাজ করা জুনায়েদ বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সানোয়ার হোসেন বলেন, ‘আমরাও শ্রমিক, গার্মেন্টসে যারা কাজ করে তারাও শ্রমিক। সমান পরিশ্রম করি, কিন্তু বেতন পাই অর্ধেক। এটা কেমন বিচার? আমরা যে পরিশ্রম করি আর যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।’
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানায় এনে বেতন-ভাতার বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রমিকেরা আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা ফের মহাসড়ক অবরোধ করলে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, কিন্তু তাঁদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ্-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাঁদের বেতন কম, তাও সময়মতো দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে শ্রমিকেরা গেলেও তাঁরা গুরুত্ব দেননি।
কারখানায় অপারেটর হিসেবে কাজ করা জুনায়েদ বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সানোয়ার হোসেন বলেন, ‘আমরাও শ্রমিক, গার্মেন্টসে যারা কাজ করে তারাও শ্রমিক। সমান পরিশ্রম করি, কিন্তু বেতন পাই অর্ধেক। এটা কেমন বিচার? আমরা যে পরিশ্রম করি আর যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।’
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানায় এনে বেতন-ভাতার বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রমিকেরা আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা ফের মহাসড়ক অবরোধ করলে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে