গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানা শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার শফিকুল (৩০) কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামে। তিনি কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।
গ্রিনল্যান্ড গার্মেন্টসে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের কারখানাটির ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টা থেকে গত শনিবার (২৮ জুন) সকাল ১০টার মধ্যে এই পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত শনিবার (২৮ জুন) রাতে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি কোনাবাড়ীর হারিনাবাড়ী এসরারনগর হাউজিং এলাকায় মা ও বোনসহ ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রিনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইং সেকশনের ইলেকট্রিক মেকানিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাঁর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে হৃদয় হত্যায় গত শনিবার রাতে হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে গ্রিনল্যান্ড গার্মেন্টসের আরও এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানা শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার শফিকুল (৩০) কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামে। তিনি কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।
গ্রিনল্যান্ড গার্মেন্টসে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের কারখানাটির ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টা থেকে গত শনিবার (২৮ জুন) সকাল ১০টার মধ্যে এই পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত শনিবার (২৮ জুন) রাতে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি কোনাবাড়ীর হারিনাবাড়ী এসরারনগর হাউজিং এলাকায় মা ও বোনসহ ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রিনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইং সেকশনের ইলেকট্রিক মেকানিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাঁর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে হৃদয় হত্যায় গত শনিবার রাতে হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে গ্রিনল্যান্ড গার্মেন্টসের আরও এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১ সেকেন্ড আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৭ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৪ মিনিট আগে