টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল আমিন হাসানের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে উত্তরার ১২ নম্বর সেক্টর সংলগ্ন খালপাড় এলাকার রূপায়ন সিটির বিপরীত পাশে দুই দফায় হামলা চালানো হয়।
হামলার পরপরই উত্তরায় বসবাসরত সাংবাদিকেরা হাসানকে সেখান থেকে উদ্ধার করে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সংবাদকর্মীদের সেখানে সদস্য করতে দাবি জানান নুরুল আমিন হাসান। তবে প্রেস ক্লাবের একটি কুচক্রী মহল পেশাদার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, হলমার্ক কেলেঙ্কারির আসামিকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারীদের সদস্য করে। এ নিয়ে প্রতিবাদ করেন হাসান। অভিযোগ ওঠে, এরই জেরে বুধবার (৯ নভেম্বর) উত্তরা প্রেসক্লাব নামের একটি মেসেঞ্জার গ্রুপে তুরাগের মিরাজ শিকদার ও দক্ষিণখানের তাসলিমা তমা সাংবাদিক হাসানকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং পেটানোর হুমকি-ধমকি দেন। পরে শুক্রবার (১১ নভেম্বর) সাংবাদিক হাসান উত্তরা প্রেস ক্লাবে গেলে হামলা চালায় দুর্বৃত্তরা।
সাংবাদিক নুরুল আমিন হাসান বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের প্রাঙ্গণে যাওয়ার পরই পরিস্থিতি ঘোলাটে দেখতে পাই। আমি চলে আসার চেষ্টা করলে তমা ও মিরাজ শিকদারসহ ওদের সহযোগীরা এলোপাতাড়ি মারধর শুরু করে।’
হাসান আরও বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র বহির্ভূতভাবে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ব্যতীত এক সিদ্ধান্তে কিছু ভুঁইফোড় এবং সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের নতুন সদস্য করা হয়। যার কারণে প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে গ্রুপ হয়ে আমার ওপর হামলা চালানো হয়।’
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে সাংবাদিক হাসানকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ দিলে মামলা হবে।’

রাজধানীর উত্তরায় আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল আমিন হাসানের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে উত্তরার ১২ নম্বর সেক্টর সংলগ্ন খালপাড় এলাকার রূপায়ন সিটির বিপরীত পাশে দুই দফায় হামলা চালানো হয়।
হামলার পরপরই উত্তরায় বসবাসরত সাংবাদিকেরা হাসানকে সেখান থেকে উদ্ধার করে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সংবাদকর্মীদের সেখানে সদস্য করতে দাবি জানান নুরুল আমিন হাসান। তবে প্রেস ক্লাবের একটি কুচক্রী মহল পেশাদার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, হলমার্ক কেলেঙ্কারির আসামিকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারীদের সদস্য করে। এ নিয়ে প্রতিবাদ করেন হাসান। অভিযোগ ওঠে, এরই জেরে বুধবার (৯ নভেম্বর) উত্তরা প্রেসক্লাব নামের একটি মেসেঞ্জার গ্রুপে তুরাগের মিরাজ শিকদার ও দক্ষিণখানের তাসলিমা তমা সাংবাদিক হাসানকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং পেটানোর হুমকি-ধমকি দেন। পরে শুক্রবার (১১ নভেম্বর) সাংবাদিক হাসান উত্তরা প্রেস ক্লাবে গেলে হামলা চালায় দুর্বৃত্তরা।
সাংবাদিক নুরুল আমিন হাসান বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের প্রাঙ্গণে যাওয়ার পরই পরিস্থিতি ঘোলাটে দেখতে পাই। আমি চলে আসার চেষ্টা করলে তমা ও মিরাজ শিকদারসহ ওদের সহযোগীরা এলোপাতাড়ি মারধর শুরু করে।’
হাসান আরও বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র বহির্ভূতভাবে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ব্যতীত এক সিদ্ধান্তে কিছু ভুঁইফোড় এবং সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের নতুন সদস্য করা হয়। যার কারণে প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে গ্রুপ হয়ে আমার ওপর হামলা চালানো হয়।’
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে সাংবাদিক হাসানকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ দিলে মামলা হবে।’

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে