শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে (৩৫) তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা সালিস বৈঠকে মীমাংসার নাম করে ভুক্তভোগীকে থানায় যেতে বাধা দেওয়া হয়েছে।
অবশেষে স্বজনদের সহযোগিতায় ভুক্তভোগীর স্বামী আজ শুক্রবার বিকেলে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)।
ভুক্তভোগী জানান, তিনি গত মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে তাঁকে জাপটে ধরেন। এ সময় তিনি চিৎকার দিলে গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রাত ১২টার দিকে সেখানে ফেলে যান। যাওয়ার আগে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। পরে ভুক্তভোগী স্বামীকে ফোন করলে তিনি এসে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে তিনি বিষয়টি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানান।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘ঘটনাটি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানানোর পরপরই আমাদের ওপর হুমকির মাত্রা বেড়ে যায়। তারা সালিস বৈঠক বসায়। আমাদের ওপর চাপ সৃষ্টি করে সময়ক্ষেপণ করে। থানায় আসতে বাধা দেয়। তবুও হুমকি উপেক্ষা করে থানায় এসেছি, বিচার চাই। আমার স্ত্রীর ওপর ওরা অমানুসিক নির্যাতন করেছে।’
এ বিষয়ে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ামাত্র পুলিশের দুটি টিম পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে। পাশাপাশি ধর্ষণের মতো একটি বিষয়ে যাঁরা সালিস বৈঠক করেছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে (৩৫) তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা সালিস বৈঠকে মীমাংসার নাম করে ভুক্তভোগীকে থানায় যেতে বাধা দেওয়া হয়েছে।
অবশেষে স্বজনদের সহযোগিতায় ভুক্তভোগীর স্বামী আজ শুক্রবার বিকেলে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)।
ভুক্তভোগী জানান, তিনি গত মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে তাঁকে জাপটে ধরেন। এ সময় তিনি চিৎকার দিলে গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রাত ১২টার দিকে সেখানে ফেলে যান। যাওয়ার আগে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। পরে ভুক্তভোগী স্বামীকে ফোন করলে তিনি এসে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে তিনি বিষয়টি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানান।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘ঘটনাটি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানানোর পরপরই আমাদের ওপর হুমকির মাত্রা বেড়ে যায়। তারা সালিস বৈঠক বসায়। আমাদের ওপর চাপ সৃষ্টি করে সময়ক্ষেপণ করে। থানায় আসতে বাধা দেয়। তবুও হুমকি উপেক্ষা করে থানায় এসেছি, বিচার চাই। আমার স্ত্রীর ওপর ওরা অমানুসিক নির্যাতন করেছে।’
এ বিষয়ে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ামাত্র পুলিশের দুটি টিম পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে। পাশাপাশি ধর্ষণের মতো একটি বিষয়ে যাঁরা সালিস বৈঠক করেছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২০ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে