
গাজীপুরের শ্রীপুরে রমজান আলী ভান্ডারি নামের এক শ্রমিক লীগ নেতাকে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের। আজ বুধবারের চাঁদা রাতে দিতে চাওয়ার জেরে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ মোড় সিএনজি স্টেশন এলাকায়। ২০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই শ্রমিক লীগ নেতা।
এ দিকে অটোচালককে পেটানোর ঘটনায় আজ দুপুরে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় সিএনজি স্টেশনের শতাধিক চালক অটোরিকশা চালানো বন্ধ রেখেছেন। তাঁরা শ্রমিক লীগ নেতার বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেন।
রমজানের বাড়ি শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে। তিনি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
মারধরের শিকার অটোচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিক লীগ নেতা রমজানকে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয়। আজ দুপুরে ২০০ টাকা দাবি করার পর রাতে নিতে বলি। এরপর রমজান ও তাঁর এক সহযোগী আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় পাশের অন্য অটোচালকেরা আমাকে রক্ষা করেন।’
শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে ত্রিমোহিনী পর্যন্ত যাত্রী পরিবহনে চলাচল করার কথা জানান স্থানীয় অটোচালক মিজান মিয়া। তিনি বলেন, ‘প্রতিদিন আমাদের ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। মহাসড়ক ব্যবহার করে গ্যাস নেওয়ার কারণে প্রতি মাসের ১০ তারিখে হাইওয়ে পুলিশের নাম বলে আমাদের কাছ থেকে ৩০০ টাকা নেন রমজান। আর টাকা না দিলে সিএনজি-গ্যাস নিতে গেলে পুলিশে ধরিয়ে দেবে বলে ভয় দেখান তিনি।’
স্থানীয় অটোচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘বৃদ্ধ বয়সে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করি। আর এই টাকা তাঁরা বসে বসে ভাগ নেয়। একদিন না দিলেই বকাঝকা-চড়থাপ্পড় খেতে হয়। তাঁরা নেতা এ জন্য ভয়ে প্রতিবাদ করি না। কেউ প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়।’
অভিযোগের বিষয়ে শ্রমিক লীগ নেতা রমজান আলী ভান্ডারি বলেন, ‘আমি প্রতি অটোরিকশা থেকে ২০ টাকা করে নেই। ২০০ টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়। আর হাইওয়ে পুলিশের নাম বলে কোনো টাকা নেই না। আজ সামান্য বিষয় নিয়ে হাতাহাতি হয়েছে। এর জেরে সব চালক আমার বিরুদ্ধে মিথ্যা বলছে।’
উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আরজু সরকার বলেন, ‘রমজান আলী ভান্ডারি আমাদের কমিটির সদস্য। তাঁকে পল্লী বিদ্যুৎ স্টেশন থেকে ১০ থেকে ২০ টাকা করে নেওয়ার কথা। কিন্তু ২০০ টাকা করে চাঁদা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখব। এ ধরনের অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুরের ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘সিএনজি চালকদের অভিযোগগুলো শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুরে রমজান আলী ভান্ডারি নামের এক শ্রমিক লীগ নেতাকে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের। আজ বুধবারের চাঁদা রাতে দিতে চাওয়ার জেরে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ মোড় সিএনজি স্টেশন এলাকায়। ২০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই শ্রমিক লীগ নেতা।
এ দিকে অটোচালককে পেটানোর ঘটনায় আজ দুপুরে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় সিএনজি স্টেশনের শতাধিক চালক অটোরিকশা চালানো বন্ধ রেখেছেন। তাঁরা শ্রমিক লীগ নেতার বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেন।
রমজানের বাড়ি শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে। তিনি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
মারধরের শিকার অটোচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিক লীগ নেতা রমজানকে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয়। আজ দুপুরে ২০০ টাকা দাবি করার পর রাতে নিতে বলি। এরপর রমজান ও তাঁর এক সহযোগী আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় পাশের অন্য অটোচালকেরা আমাকে রক্ষা করেন।’
শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে ত্রিমোহিনী পর্যন্ত যাত্রী পরিবহনে চলাচল করার কথা জানান স্থানীয় অটোচালক মিজান মিয়া। তিনি বলেন, ‘প্রতিদিন আমাদের ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। মহাসড়ক ব্যবহার করে গ্যাস নেওয়ার কারণে প্রতি মাসের ১০ তারিখে হাইওয়ে পুলিশের নাম বলে আমাদের কাছ থেকে ৩০০ টাকা নেন রমজান। আর টাকা না দিলে সিএনজি-গ্যাস নিতে গেলে পুলিশে ধরিয়ে দেবে বলে ভয় দেখান তিনি।’
স্থানীয় অটোচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘বৃদ্ধ বয়সে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করি। আর এই টাকা তাঁরা বসে বসে ভাগ নেয়। একদিন না দিলেই বকাঝকা-চড়থাপ্পড় খেতে হয়। তাঁরা নেতা এ জন্য ভয়ে প্রতিবাদ করি না। কেউ প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়।’
অভিযোগের বিষয়ে শ্রমিক লীগ নেতা রমজান আলী ভান্ডারি বলেন, ‘আমি প্রতি অটোরিকশা থেকে ২০ টাকা করে নেই। ২০০ টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়। আর হাইওয়ে পুলিশের নাম বলে কোনো টাকা নেই না। আজ সামান্য বিষয় নিয়ে হাতাহাতি হয়েছে। এর জেরে সব চালক আমার বিরুদ্ধে মিথ্যা বলছে।’
উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আরজু সরকার বলেন, ‘রমজান আলী ভান্ডারি আমাদের কমিটির সদস্য। তাঁকে পল্লী বিদ্যুৎ স্টেশন থেকে ১০ থেকে ২০ টাকা করে নেওয়ার কথা। কিন্তু ২০০ টাকা করে চাঁদা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখব। এ ধরনের অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুরের ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘সিএনজি চালকদের অভিযোগগুলো শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৭ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১৩ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
২১ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৬ মিনিট আগে