শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটির সঙ্গে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় দুর্ঘটনায় কবলিত স্থান পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে বুয়েটের প্রতিনিধি দলটি।
বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা কয়েকজনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসেছি। সরেজমিনে রাস্তা বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘুরে দেখেছি। স্থানীয়দের সঙ্গে আমাদের কথা হয়েছে। দেখে যেটি মনে হলো- গত কয়েক বছরে এই গ্রামীণ সড়কটি কমপক্ষে ৩ ফুট উঁচু হয়েছে। যাঁর কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়ে গেছে। রাস্তা যেভাবে উঁচু হচ্ছে, সেভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন উঁচু হচ্ছে না, যাঁর কারণে দোতলা বাসটির ছাদ সঞ্চালন লাইনের সঙ্গে মিশে যায়।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও একটি বিষয় লক্ষ্য করলাম- সঞ্চালন লাইন অনেক স্থানে ঝুলে রয়েছে। আর যে স্থানে দুর্ঘটনা হয়েছে, সেখানে সঞ্চালন লাইন অনেকটাই রাস্তার মাঝামাঝি। এই সরু গ্রামীণ সড়ক দিয়ে কীভাবে দোতলা বাসে এতগুলো শিক্ষার্থীকে নেওয়া হচ্ছিল, এটিও একটি প্রশ্ন।’

পরিদর্শনে আসা এ অধ্যাপক বলেন, ‘আমি হুটহাট কোনো মন্তব্য না করলেও একটি কথা পরিষ্কার—তিন শিক্ষার্থীর মৃত্যুর পেছনে বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি বাস কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পাশাপাশি রিসোর্ট কর্তৃপক্ষসহ সবার দায় রয়েছে।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ সঞ্চালন লাইনের উচ্চতা ১৬ ফুট যদি হয়, তাহলে ৩ ফুট উঁচু হয়েছে রাস্তা। এখানে ৩ ফুট রাস্তা উঁচু হওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়েছে। বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।’
তবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটির প্রধান ময়মনসিংহ (পল্লী বিদ্যুৎ সমিতি-২) এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি।
এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটি ও বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিনিধি দলের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
গত শনিবার বিআরটিসির একটি দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত তিনজন হলেন—মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)। ৬টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে ৪৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে বনভোজনে যাওয়ার পথে এ ঘটে।

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটির সঙ্গে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় দুর্ঘটনায় কবলিত স্থান পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে বুয়েটের প্রতিনিধি দলটি।
বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা কয়েকজনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসেছি। সরেজমিনে রাস্তা বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘুরে দেখেছি। স্থানীয়দের সঙ্গে আমাদের কথা হয়েছে। দেখে যেটি মনে হলো- গত কয়েক বছরে এই গ্রামীণ সড়কটি কমপক্ষে ৩ ফুট উঁচু হয়েছে। যাঁর কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়ে গেছে। রাস্তা যেভাবে উঁচু হচ্ছে, সেভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন উঁচু হচ্ছে না, যাঁর কারণে দোতলা বাসটির ছাদ সঞ্চালন লাইনের সঙ্গে মিশে যায়।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও একটি বিষয় লক্ষ্য করলাম- সঞ্চালন লাইন অনেক স্থানে ঝুলে রয়েছে। আর যে স্থানে দুর্ঘটনা হয়েছে, সেখানে সঞ্চালন লাইন অনেকটাই রাস্তার মাঝামাঝি। এই সরু গ্রামীণ সড়ক দিয়ে কীভাবে দোতলা বাসে এতগুলো শিক্ষার্থীকে নেওয়া হচ্ছিল, এটিও একটি প্রশ্ন।’

পরিদর্শনে আসা এ অধ্যাপক বলেন, ‘আমি হুটহাট কোনো মন্তব্য না করলেও একটি কথা পরিষ্কার—তিন শিক্ষার্থীর মৃত্যুর পেছনে বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি বাস কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পাশাপাশি রিসোর্ট কর্তৃপক্ষসহ সবার দায় রয়েছে।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ সঞ্চালন লাইনের উচ্চতা ১৬ ফুট যদি হয়, তাহলে ৩ ফুট উঁচু হয়েছে রাস্তা। এখানে ৩ ফুট রাস্তা উঁচু হওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়েছে। বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।’
তবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটির প্রধান ময়মনসিংহ (পল্লী বিদ্যুৎ সমিতি-২) এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি।
এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটি ও বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিনিধি দলের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
গত শনিবার বিআরটিসির একটি দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত তিনজন হলেন—মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)। ৬টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে ৪৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে বনভোজনে যাওয়ার পথে এ ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে