গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার ঘটনা্য় করা মামলার প্রধান আসামি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর সাইদুলকে ঢাকায় র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রাবেয়া আক্তার (২১) গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনার শ্রীমতি এলাকায়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। মহানগরীর টেকিবাড়ী সাকিনস্থ টেকিবাড়ী জামে মসজিদে ইমাম ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তিনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির কারণে আবদুর রউফ সপরিবার সালনায় ভাড়া বাসায় থাকতেন। ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষা দিতে সাইদুলকে গৃহশিক্ষক নিয়োগ করেন তিনি। তাদের পড়াতে পড়াতে রাবেয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে সাইদুল। এক পর্যাযে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রাবেয়া তা প্রত্যাখ্যান করে। এরপরও নাছোড়বান্দা ভাব দেখালে সাইদুলকে বাসায় আসতে নিষেধ করা হয়। তাতেও না দমে বাসার বাইরে রাবেয়াকে উত্ত্যক্ত করতে থাকেন।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে রাবেয়া আক্তারকে মাথায়, গলায়, হাতে, পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে রাবেয়ার মা ও দুই বোন দৌড়ে রাবেয়ার ঘরে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সাইদুল ছুরি দিয়ে তাদেরও আঘাত করে পালিয়ে যায়।তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাবেয়ার মা। আহত ছোট দুই বোনও হাসপাতালে।
এই ঘটনায় পরে নিহত রাবেয়ার বাবা আবদুর রউফ সাইদুল ইসলামকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার ঘটনা্য় করা মামলার প্রধান আসামি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর সাইদুলকে ঢাকায় র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রাবেয়া আক্তার (২১) গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনার শ্রীমতি এলাকায়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। মহানগরীর টেকিবাড়ী সাকিনস্থ টেকিবাড়ী জামে মসজিদে ইমাম ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তিনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির কারণে আবদুর রউফ সপরিবার সালনায় ভাড়া বাসায় থাকতেন। ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষা দিতে সাইদুলকে গৃহশিক্ষক নিয়োগ করেন তিনি। তাদের পড়াতে পড়াতে রাবেয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে সাইদুল। এক পর্যাযে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রাবেয়া তা প্রত্যাখ্যান করে। এরপরও নাছোড়বান্দা ভাব দেখালে সাইদুলকে বাসায় আসতে নিষেধ করা হয়। তাতেও না দমে বাসার বাইরে রাবেয়াকে উত্ত্যক্ত করতে থাকেন।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে রাবেয়া আক্তারকে মাথায়, গলায়, হাতে, পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে রাবেয়ার মা ও দুই বোন দৌড়ে রাবেয়ার ঘরে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সাইদুল ছুরি দিয়ে তাদেরও আঘাত করে পালিয়ে যায়।তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাবেয়ার মা। আহত ছোট দুই বোনও হাসপাতালে।
এই ঘটনায় পরে নিহত রাবেয়ার বাবা আবদুর রউফ সাইদুল ইসলামকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে