Ajker Patrika

গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, পুলিশ সার্জেন্টের স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১২
গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, পুলিশ সার্জেন্টের স্ত্রীর মৃত্যু

গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পুলিশ সার্জেন্টের স্ত্রী মারা গেছেন। আজ বৃহস্পতিবার মহানগর থানার বাসন পালের মাঠ এলাকার বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম ফারজানা (৩০)। তিনি গাজীপুর মহানগর পুলিশে কর্মরত সার্জেন্ট শাহ নেওয়াজের স্ত্রী।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে পুলিশ সার্জেন্ট শাহ নেওয়াজ মহানগরীর বাসন পালের মাঠ এলাকায় প্লাটিনাম ভবনের সাততলায় বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে তিনি সন্তানকে নিয়ে স্কুলে চলে যান। বেলা পৌনে ১১টার দিকে বাসায় ফারজানা রান্নাঘরের গ্যাসের চুলায় আগুন জ্বালান। এ সময় ঘরের ভেতর আগুন জ্বলে উঠলে তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমে থাকা গ্যাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত