
গাজীপুরের শ্রীপুরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন আজ শনিবার দুপুরে নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। এই ঘটনার পর সন্ধ্যায় তাঁকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আকরাম হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকরাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘বহিষ্কৃত আকরাম হোসেন আজ দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির পক্ষে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি আমরা কেন্দ্রকে অবহিত করলে তাঁকে বহিষ্কার করা হয়।’
গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আজ দুপুরে ওই পথসভায় আকরাম হোসেন বলেন, ‘রুমানা আলী টুসি আপা আমাদের পশ্চিম শ্রীপুরের বাসিন্দা। আমি একটি কথা বলব, মায়ের জোট, আর গাঁয়ের জোট আর এলাকার জোট গড়ে তোলা উচিত। বিগত যত নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে কিন্তু মিশে যায় আঞ্চলিকতার টান। আঞ্চলিকতার টানে আমরা সব সময় ভোট দিয়ে থাকি। তাহলে আজকে যিনি প্রার্থী হয়েছেন তিনি কী আমাদের অঞ্চলের মানুষ না?’
আকরাম হোসেন আরও বলেন, ‘তিনি (রুমানা আলী টুসি) যদি আমাদের মানুষ হন তাহলে আমরা সবাই নৌকায় ভোট দেব। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমি শুধু একটি কথা বলব আগামী ৭ জানুয়ারি দল-মত নির্বিশেষে সবাই মিলে নৌকাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করব।’

গাজীপুরের শ্রীপুরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন আজ শনিবার দুপুরে নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। এই ঘটনার পর সন্ধ্যায় তাঁকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আকরাম হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকরাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘বহিষ্কৃত আকরাম হোসেন আজ দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির পক্ষে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি আমরা কেন্দ্রকে অবহিত করলে তাঁকে বহিষ্কার করা হয়।’
গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আজ দুপুরে ওই পথসভায় আকরাম হোসেন বলেন, ‘রুমানা আলী টুসি আপা আমাদের পশ্চিম শ্রীপুরের বাসিন্দা। আমি একটি কথা বলব, মায়ের জোট, আর গাঁয়ের জোট আর এলাকার জোট গড়ে তোলা উচিত। বিগত যত নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে কিন্তু মিশে যায় আঞ্চলিকতার টান। আঞ্চলিকতার টানে আমরা সব সময় ভোট দিয়ে থাকি। তাহলে আজকে যিনি প্রার্থী হয়েছেন তিনি কী আমাদের অঞ্চলের মানুষ না?’
আকরাম হোসেন আরও বলেন, ‘তিনি (রুমানা আলী টুসি) যদি আমাদের মানুষ হন তাহলে আমরা সবাই নৌকায় ভোট দেব। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমি শুধু একটি কথা বলব আগামী ৭ জানুয়ারি দল-মত নির্বিশেষে সবাই মিলে নৌকাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করব।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
৩০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে