গাজীপুর প্রতিনিধি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমার কেন জানি মনে হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। কেন এই জ্বালা ভাই আপনাদের? আপনাদের উদ্দেশ্য কী?’
আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন। লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ বলেছেন, নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি? আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তানের সময় আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ’৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা ’৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, ’৯৫-তে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন। আপনারা ৫ আগস্টের পরে বললেন, “আওয়ামী লীগকে মাফ করে দেব। ভারতের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের নীতিতে?”’
ভারতের পুশ ইন প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কেন পুশ ইন করাচ্ছেন? এসব ভারতের লোক। পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চায় বাংলাদেশের সঙ্গে? কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশ ইন করেননি? গতকালও (শুক্রবার) ৪৪ জন পুশ ইন করেছেন। তাঁদের মধ্যে ভারতের নাগরিকের কার্ড আছে। এই কার্ডসহ চার পাঁচজনকে আমাদের বিজিবি ধরেছে। আমি সরকারকে বলব, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, শক্তিশালী সার্বভৌমত্ব আছে।’
রিজভী আরও বলেন, ‘এ দেশের মানুষ লড়াকু। আমি ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই। এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, অশ্রদ্ধা করে যদি পুশ ইন অব্যাহত রাখেন, তাহলে এর দায় আপনাদেরকেই নিতে হবে।’
গাজীপুর জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক সাবিকুর রহমান শাহীন, হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সড়ক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমার কেন জানি মনে হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। কেন এই জ্বালা ভাই আপনাদের? আপনাদের উদ্দেশ্য কী?’
আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন। লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ বলেছেন, নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি? আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তানের সময় আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ’৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা ’৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, ’৯৫-তে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন। আপনারা ৫ আগস্টের পরে বললেন, “আওয়ামী লীগকে মাফ করে দেব। ভারতের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের নীতিতে?”’
ভারতের পুশ ইন প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কেন পুশ ইন করাচ্ছেন? এসব ভারতের লোক। পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চায় বাংলাদেশের সঙ্গে? কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশ ইন করেননি? গতকালও (শুক্রবার) ৪৪ জন পুশ ইন করেছেন। তাঁদের মধ্যে ভারতের নাগরিকের কার্ড আছে। এই কার্ডসহ চার পাঁচজনকে আমাদের বিজিবি ধরেছে। আমি সরকারকে বলব, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, শক্তিশালী সার্বভৌমত্ব আছে।’
রিজভী আরও বলেন, ‘এ দেশের মানুষ লড়াকু। আমি ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই। এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, অশ্রদ্ধা করে যদি পুশ ইন অব্যাহত রাখেন, তাহলে এর দায় আপনাদেরকেই নিতে হবে।’
গাজীপুর জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক সাবিকুর রহমান শাহীন, হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সড়ক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৫ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে