টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কাজ বন্ধ করে বেতন ভাতাসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করেছে ন্যাশনাল ফ্যান লিমিটেডের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক এলাকায় কারাখানাতে সাত দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের কারখানা থেকে বের হতে দেয়নি তারা। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরেই অবস্থা নিয়ে স্লোগান দিতে থাকেন। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি তাঁদের। কারখানা থেকে দেওয়া হয় না সার্ভিস বেনিফিটের কোনো টাকা। তাই বেতন বোনাসসহ সাত দফা দাবিতে আজ বিক্ষোভ করেন তাঁরা।
কারখানার নারী শ্রমিক কল্পনা বলেন, ‘রোজা চলছে। আমরা ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাইনি। মার্চ মাসের আর কয়েক দিন বাকি। প্রতি বছর ঈদের আগে আমাদের বোনাস দেওয়া হয় না। আমরা চার বছর ধরে কারখানা থেকে সাবান, ছাতাও পাই না। কারখানা থেকে আমাদের সার্ভিস বেনিফিটের কোনো টাকা দেওয়া হয় না। আজ সাত দফা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছি। পুলিশ মালিক পক্ষের কাজ করছে। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কাজে যোগ দেব না।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে কারখানার মালিক শফিক আহম্মেদকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
টঙ্গী জোনের শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওসমান গনি বলেন, ‘কারখানার মালিকের সঙ্গে কথা বলেছি। আগামী বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হবে। তবে শ্রমিকেরা এখনো সে সিদ্ধান্ত মেনে নেন নি। বেতন না পেলে শ্রমিকেরা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।’

গাজীপুরের টঙ্গীতে কাজ বন্ধ করে বেতন ভাতাসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করেছে ন্যাশনাল ফ্যান লিমিটেডের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক এলাকায় কারাখানাতে সাত দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের কারখানা থেকে বের হতে দেয়নি তারা। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরেই অবস্থা নিয়ে স্লোগান দিতে থাকেন। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি তাঁদের। কারখানা থেকে দেওয়া হয় না সার্ভিস বেনিফিটের কোনো টাকা। তাই বেতন বোনাসসহ সাত দফা দাবিতে আজ বিক্ষোভ করেন তাঁরা।
কারখানার নারী শ্রমিক কল্পনা বলেন, ‘রোজা চলছে। আমরা ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাইনি। মার্চ মাসের আর কয়েক দিন বাকি। প্রতি বছর ঈদের আগে আমাদের বোনাস দেওয়া হয় না। আমরা চার বছর ধরে কারখানা থেকে সাবান, ছাতাও পাই না। কারখানা থেকে আমাদের সার্ভিস বেনিফিটের কোনো টাকা দেওয়া হয় না। আজ সাত দফা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছি। পুলিশ মালিক পক্ষের কাজ করছে। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কাজে যোগ দেব না।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে কারখানার মালিক শফিক আহম্মেদকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
টঙ্গী জোনের শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওসমান গনি বলেন, ‘কারখানার মালিকের সঙ্গে কথা বলেছি। আগামী বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হবে। তবে শ্রমিকেরা এখনো সে সিদ্ধান্ত মেনে নেন নি। বেতন না পেলে শ্রমিকেরা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে