Ajker Patrika

টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪: ০২
টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মাসুদ রানা (২৪) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত ৪টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ভাড়া বাড়িতে মাসুদ রানার ঝুলন্ত মরদেহ আবিষ্কার করেন তাঁর স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মাসুদ রানা (২৪) নেত্রকোনা জেলার সদর থানার দিপপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। টঙ্গীর পাগাড় এলাকায় নাসির উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, মাসুদ পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। গত মঙ্গলবার রাতে স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাতে স্ত্রী নার্গিসসহ ঘুমিয়ে পড়েন তিনি। আজ বুধবার ভোরে পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখতে পান নার্গিস। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত