টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার পরদিন ওই ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর শৈলারগাতি এলাকায় এ ঘটনার খবর পায় পুলিশ। গতকাল রোববার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা। ঘটনার পর থেকে ‘স্বামী’ পলাতক রয়েছেন।
মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তরুণীর নাম জান্নাতি খাতুন (১৮)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার ধনকুণ্ডি গ্রামের আরিফ শেখের মেয়ে। জান্নাতি টঙ্গীর শৈলারগাতি এলাকার জনৈক ইয়াসিনের বাড়ির তিনতলায় একটি ঘর ভাড়া নেন। নিহত জান্নাতির স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম জালাল। এ ছাড়া তার সম্পর্কে সঠিক কোনো তথ্য পায়নি পুলিশ।
পুলিশ বলছে, গতকাল রোববার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে জালাল ও জান্নাতি ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। পরে ওই ঘরে রাত যাপন করেন তাঁঁরা। পরদিন সোমবার বিকেলে পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া তাঁদের খোঁজ করতে গেলে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় মেঝেতে পাতা বিছানায় জান্নাতির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার রাতে শ্বাসরোধে জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া রোজিনা আক্তার বলেন, ‘দিনভর দেখা না পেয়ে বিকেলে তাঁদের ঘরে গিয়ে মেঝেতে পাতা বিছানায় জান্নাতির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেই। তাঁর স্বামীকে দেখা যায়নি।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘স্বামী পরিচয়দানকারী জালালের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’

গাজীপুরের টঙ্গীতে স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার পরদিন ওই ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর শৈলারগাতি এলাকায় এ ঘটনার খবর পায় পুলিশ। গতকাল রোববার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা। ঘটনার পর থেকে ‘স্বামী’ পলাতক রয়েছেন।
মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তরুণীর নাম জান্নাতি খাতুন (১৮)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার ধনকুণ্ডি গ্রামের আরিফ শেখের মেয়ে। জান্নাতি টঙ্গীর শৈলারগাতি এলাকার জনৈক ইয়াসিনের বাড়ির তিনতলায় একটি ঘর ভাড়া নেন। নিহত জান্নাতির স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম জালাল। এ ছাড়া তার সম্পর্কে সঠিক কোনো তথ্য পায়নি পুলিশ।
পুলিশ বলছে, গতকাল রোববার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে জালাল ও জান্নাতি ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। পরে ওই ঘরে রাত যাপন করেন তাঁঁরা। পরদিন সোমবার বিকেলে পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া তাঁদের খোঁজ করতে গেলে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় মেঝেতে পাতা বিছানায় জান্নাতির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার রাতে শ্বাসরোধে জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া রোজিনা আক্তার বলেন, ‘দিনভর দেখা না পেয়ে বিকেলে তাঁদের ঘরে গিয়ে মেঝেতে পাতা বিছানায় জান্নাতির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেই। তাঁর স্বামীকে দেখা যায়নি।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘স্বামী পরিচয়দানকারী জালালের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে