
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় গভীর রাতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নির্মাণাধীন সেই কারখানায় সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এই দাবি করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বুধবার গভীর রাতে এইচ এস কে বিডি নামের নির্মাণাধীন ওই কারখানায় দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা-ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা কারখানার কয়েকজন কর্মচারীকে মারধর ও কারখানায় লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়। কারখানার পক্ষ থেকে দাবি করা হয়, তাতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে কারখানার ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘গতকাল বুধবার গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসী আসাদুজ্জামান মানিক (৪৫) দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সন্ত্রাসীরা কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘সন্ত্রাসীরা এ সময় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আজহারুল ইসলামকে ব্যাপক মারধর করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ২০২২ সালে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী মানিক।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় কারখানায় দুই শতাধিক বহিরাগত ছিল। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় গভীর রাতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নির্মাণাধীন সেই কারখানায় সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এই দাবি করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বুধবার গভীর রাতে এইচ এস কে বিডি নামের নির্মাণাধীন ওই কারখানায় দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা-ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা কারখানার কয়েকজন কর্মচারীকে মারধর ও কারখানায় লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়। কারখানার পক্ষ থেকে দাবি করা হয়, তাতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে কারখানার ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘গতকাল বুধবার গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসী আসাদুজ্জামান মানিক (৪৫) দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সন্ত্রাসীরা কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘সন্ত্রাসীরা এ সময় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আজহারুল ইসলামকে ব্যাপক মারধর করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ২০২২ সালে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী মানিক।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় কারখানায় দুই শতাধিক বহিরাগত ছিল। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩২ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৪৪ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে