গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন চলচ্চিত্রের কয়েকজন তারকা। আজ রোববার অভিনেতা ফেরদৌস, রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জেসমিনসহ অনেকে মহানগরীতে নৌকা প্রার্থীর প্রচারণায় অংশ নেন।
২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামীকাল সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে আজ বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লার পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন চলচ্চিত্রের তারকারা।
সরেজমিন জানা গেছে, আজ ফেরদৌস-রিয়াজরা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। তাঁরা খোলা গাড়িতে করে টঙ্গী থেকে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ী এলাকায় যেতে যেতে ভোটের প্রচারে অংশ নেন। এ সময় পথে পথে ভিড় জমান স্থানীয় ভোটাররা। খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। এ সময় চলচ্চিত্র শিল্পীরা কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
পথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘নানা কারণে গাজীপুর শহরের গুরুত্ব রয়েছে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে-শুনে-বুঝে আজমত উল্লাকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি একজন ভালো মানুষ, নৌকা প্রতীকের জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনি নৌকা ও আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা প্রতীকে ভোট দিন; যাতে আজমত উল্লা বিজয়ী হয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারেন। এ বার্তা দিতেই গাজীপুরে এসেছি।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন চলচ্চিত্রের কয়েকজন তারকা। আজ রোববার অভিনেতা ফেরদৌস, রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জেসমিনসহ অনেকে মহানগরীতে নৌকা প্রার্থীর প্রচারণায় অংশ নেন।
২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামীকাল সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে আজ বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লার পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন চলচ্চিত্রের তারকারা।
সরেজমিন জানা গেছে, আজ ফেরদৌস-রিয়াজরা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। তাঁরা খোলা গাড়িতে করে টঙ্গী থেকে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ী এলাকায় যেতে যেতে ভোটের প্রচারে অংশ নেন। এ সময় পথে পথে ভিড় জমান স্থানীয় ভোটাররা। খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। এ সময় চলচ্চিত্র শিল্পীরা কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
পথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘নানা কারণে গাজীপুর শহরের গুরুত্ব রয়েছে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে-শুনে-বুঝে আজমত উল্লাকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি একজন ভালো মানুষ, নৌকা প্রতীকের জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনি নৌকা ও আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা প্রতীকে ভোট দিন; যাতে আজমত উল্লা বিজয়ী হয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারেন। এ বার্তা দিতেই গাজীপুরে এসেছি।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৭ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৮ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৫ মিনিট আগে