উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তাররা হলেন—রিপন মিয়া (২২), রমজান হোসেন (২২), মো. আইমান (১৮), আসিফ দেওয়ান (২০) ও আরমান চৌধুরী (১৮)।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ও নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েকজন যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন।
একপর্যায়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাঁদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়। এ ঘটনায় পর দিন শুক্রবার কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন।
তিনি বলেন, এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাকু, খুর ও একটি মোবাইলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তাররা হলেন—রিপন মিয়া (২২), রমজান হোসেন (২২), মো. আইমান (১৮), আসিফ দেওয়ান (২০) ও আরমান চৌধুরী (১৮)।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ও নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েকজন যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন।
একপর্যায়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাঁদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়। এ ঘটনায় পর দিন শুক্রবার কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন।
তিনি বলেন, এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাকু, খুর ও একটি মোবাইলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
১ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে