টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত নদীপথে যেতে সরকার নির্ধারিত জনপ্রতি দুই টাকা ভাড়া নেওয়া হবে। র্দীঘদিন ধরে তুরাগ নদে পারাপারের জন্য যাত্রীদের কাছ থেকে দুই টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া হচ্ছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কয়েক মাস ধরে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে টঙ্গীতে বিএনপি নেতা-কর্মীদের হস্তক্ষেপে খেয়া পারাপারে সরকার নির্ধারিত আগের ভাড়াতে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকারসহ বিএনপির কয়েক শ নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম অনুযায়ী নদে খেয়া পারাপারের জন্য যাত্রীপ্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেওয়া হচ্ছিল। বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ আবার সরকার নির্ধারিত ভাড়ায় ফেরত যাওয়া সম্ভব হলো। আজ থেকেই যাত্রীরা ২ টাকা করে টিকিট নিয়ে নদে পারাপার হন।
আজ পারাপার হয়েছেন একটি বেসরকারি টেলিকম কোম্পানি আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি নাঈমুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমি অবাক হলাম। এমনটা আগে কখনো হয়নি। খেয়া পারাপার হয়ে টঙ্গী থেকে রাজধানীর উত্তরায় যেতে আগে জনপ্রতি ১০ টাকা গুনতে হতো। আজ দুই টাকা দিয়ে পারাপার হলাম।’
খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকার বলেন, ‘এক বছর আগে নদে প্রায় ৫০ জন মাঝি খেয়া পারাপার করতেন। এখন মাঝিরা নেই। কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আগে যাত্রীপ্রতি ১০ টাকা নেওয়া হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ম অনুযায়ী আজ থেকে যাত্রীপ্রতি দুই টাকা নেওয়া হবে।’
এ বিষয়ে টঙ্গী নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা (সহকারী পরিচালক) সুব্রত পোদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গাজীপুরের টঙ্গী থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত নদীপথে যেতে সরকার নির্ধারিত জনপ্রতি দুই টাকা ভাড়া নেওয়া হবে। র্দীঘদিন ধরে তুরাগ নদে পারাপারের জন্য যাত্রীদের কাছ থেকে দুই টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া হচ্ছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কয়েক মাস ধরে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে টঙ্গীতে বিএনপি নেতা-কর্মীদের হস্তক্ষেপে খেয়া পারাপারে সরকার নির্ধারিত আগের ভাড়াতে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকারসহ বিএনপির কয়েক শ নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম অনুযায়ী নদে খেয়া পারাপারের জন্য যাত্রীপ্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেওয়া হচ্ছিল। বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ আবার সরকার নির্ধারিত ভাড়ায় ফেরত যাওয়া সম্ভব হলো। আজ থেকেই যাত্রীরা ২ টাকা করে টিকিট নিয়ে নদে পারাপার হন।
আজ পারাপার হয়েছেন একটি বেসরকারি টেলিকম কোম্পানি আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি নাঈমুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমি অবাক হলাম। এমনটা আগে কখনো হয়নি। খেয়া পারাপার হয়ে টঙ্গী থেকে রাজধানীর উত্তরায় যেতে আগে জনপ্রতি ১০ টাকা গুনতে হতো। আজ দুই টাকা দিয়ে পারাপার হলাম।’
খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকার বলেন, ‘এক বছর আগে নদে প্রায় ৫০ জন মাঝি খেয়া পারাপার করতেন। এখন মাঝিরা নেই। কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আগে যাত্রীপ্রতি ১০ টাকা নেওয়া হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ম অনুযায়ী আজ থেকে যাত্রীপ্রতি দুই টাকা নেওয়া হবে।’
এ বিষয়ে টঙ্গী নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা (সহকারী পরিচালক) সুব্রত পোদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৩৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে