টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ‘গণ-অভ্যুত্থান’ নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আরেক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা। গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।
আটক ওই শিক্ষার্থী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত বুধবার একই অভিযোগে মাদ্রাসাটির ‘তিতুমীর হল’ থেকে আলিম পরীক্ষার্থী মেজবাহ উদ্দিনের চুল কেটে মারধর করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, গতকাল রাতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই’ আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য, একটি মেসেঞ্জার গ্রুপে অশালীন ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার সঙ্গে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মেসেঞ্জারে যোগাযোগের বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় মাদ্রাসার শরীয়ত উল্লাহ হলের ১০০৪ নম্বর রুমে ওই শিক্ষার্থীকে আটকে রাখে অন্য শিক্ষার্থীরা। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের নেতা-কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়। রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নেয়।
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী তাকে আটক করে আমাদের জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দিই। পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান আজ শুক্রবার বিকেলে বলেন, ওই শিক্ষার্থী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করত। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর নির্দেশ দেন।

জুলাই ‘গণ-অভ্যুত্থান’ নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আরেক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা। গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।
আটক ওই শিক্ষার্থী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত বুধবার একই অভিযোগে মাদ্রাসাটির ‘তিতুমীর হল’ থেকে আলিম পরীক্ষার্থী মেজবাহ উদ্দিনের চুল কেটে মারধর করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, গতকাল রাতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই’ আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য, একটি মেসেঞ্জার গ্রুপে অশালীন ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার সঙ্গে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মেসেঞ্জারে যোগাযোগের বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় মাদ্রাসার শরীয়ত উল্লাহ হলের ১০০৪ নম্বর রুমে ওই শিক্ষার্থীকে আটকে রাখে অন্য শিক্ষার্থীরা। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের নেতা-কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়। রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নেয়।
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী তাকে আটক করে আমাদের জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দিই। পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান আজ শুক্রবার বিকেলে বলেন, ওই শিক্ষার্থী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করত। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর নির্দেশ দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১০ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১২ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৪ মিনিট আগে