
মালিক কর্মচারীকে পিটিয়ে আহত করে পাঁচ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার শ্রীপুর থানায় মাওনা চৌরাস্তার মেসার্স মোড়ল এন্ড কোং এর ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ বাদী হয়ে মামলা করেন।
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
হামলায় আহতরা হলেন-মেসার্স মোড়ল এন্ড কোং এর মালিক আলহাজ্ব আ. কাদির মোড়ল, ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ, কর্মচারী আলমগীর, রুবেল বাসার নিরাপত্তা প্রহরী সুকুমার।
মামলায় অভিযুক্তরা হলেন-স্থানীয় যুবলীগ নেতা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে মো. আজিজুর রহমান জন (৩২), মোবারকের ছেলে সবুজ মিয়া (৩২), আঃ ছাত্তারের ছেলে তাইজুদ্দিন (৪০), মূলাইদ গ্রামের সাকিব (৩০) ও রিয়েল (৪০)।
মামলা সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তায় মেসার্স মোড়ল এন্ড কোং নামক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত মো. জাহিদুল হাসান শরিফ। তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচ লাখ ৩০ হাজার টাকা একটি ব্যাগে করে মালিক আঃ কাদির মোড়লের বাসায় পৌঁছে দিতে যান। বাড়ির অদূরে পৌঁছাতেই অভিযুক্তরা হামলা করে ম্যানেজারকে আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ম্যানেজারের চিৎকার শুনে মালিক আঃ কাদির কর্মচারী আলমগীর, রুবেল ও নিরাপত্তা প্রহরী সুকুমার এগিয়ে আসে। হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় ম্যানেজার শরিফের কাছে থাকা পাঁচ লাখ ৩০ হাজার টাকা ভর্তি ব্যাগটি হামলাকারীরা ছিনিয়ে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

মালিক কর্মচারীকে পিটিয়ে আহত করে পাঁচ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার শ্রীপুর থানায় মাওনা চৌরাস্তার মেসার্স মোড়ল এন্ড কোং এর ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ বাদী হয়ে মামলা করেন।
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
হামলায় আহতরা হলেন-মেসার্স মোড়ল এন্ড কোং এর মালিক আলহাজ্ব আ. কাদির মোড়ল, ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ, কর্মচারী আলমগীর, রুবেল বাসার নিরাপত্তা প্রহরী সুকুমার।
মামলায় অভিযুক্তরা হলেন-স্থানীয় যুবলীগ নেতা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে মো. আজিজুর রহমান জন (৩২), মোবারকের ছেলে সবুজ মিয়া (৩২), আঃ ছাত্তারের ছেলে তাইজুদ্দিন (৪০), মূলাইদ গ্রামের সাকিব (৩০) ও রিয়েল (৪০)।
মামলা সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তায় মেসার্স মোড়ল এন্ড কোং নামক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত মো. জাহিদুল হাসান শরিফ। তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচ লাখ ৩০ হাজার টাকা একটি ব্যাগে করে মালিক আঃ কাদির মোড়লের বাসায় পৌঁছে দিতে যান। বাড়ির অদূরে পৌঁছাতেই অভিযুক্তরা হামলা করে ম্যানেজারকে আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ম্যানেজারের চিৎকার শুনে মালিক আঃ কাদির কর্মচারী আলমগীর, রুবেল ও নিরাপত্তা প্রহরী সুকুমার এগিয়ে আসে। হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় ম্যানেজার শরিফের কাছে থাকা পাঁচ লাখ ৩০ হাজার টাকা ভর্তি ব্যাগটি হামলাকারীরা ছিনিয়ে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে