গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আগামীকাল রোববারের হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির কতিপয় নেতা কর্মী আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে মিছিল করেন।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, কোনাবাড়ি থানা বিএনপির বেশ কিছু নেতা কর্মী আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এনটিকেসি নামক পোশাক কারখানার সামনে থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত মশাল মিছিল বের করে। তাঁরা মশাল জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন।
এর কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনজুমাম তেল পাম্প সংলগ্ন রাস্তায় থাকা আজমেরী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে চলে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আজকের পত্রিকাকে বলেন, কোনাবাড়িতে একটি বাসে অগ্নিসংযোগের পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, মশাল মিছিল ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আগামীকাল রোববারের হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির কতিপয় নেতা কর্মী আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে মিছিল করেন।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, কোনাবাড়ি থানা বিএনপির বেশ কিছু নেতা কর্মী আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এনটিকেসি নামক পোশাক কারখানার সামনে থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত মশাল মিছিল বের করে। তাঁরা মশাল জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন।
এর কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনজুমাম তেল পাম্প সংলগ্ন রাস্তায় থাকা আজমেরী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে চলে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আজকের পত্রিকাকে বলেন, কোনাবাড়িতে একটি বাসে অগ্নিসংযোগের পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, মশাল মিছিল ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে