শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সোহেল রানা (৪৩) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মুলাইদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোহেল রানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তিখুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থাকতেন।
মোবারক হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। দেখি স্বামীর লাশ মেঝেতে রেখে স্ত্রী কেয়া আক্তার বিছানার চাদর, কাঁথা ধোয়ামোছার কাজ করছেন, এতে আমাদের সন্দেহ হয়। পরে স্ত্রী বাড়ির মালিককে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ডেকে লাশ নিয়ে চলে যেতে চান।’ এ সময় স্থানীয় লোকজন লাশ আটকে পুলিশে খবর দেয়।
মোবারক হোসেন আরও বলেন, কেয়া আক্তার জানায়, তাঁর স্বামীর পাতলা পায়খানা হয়েছে। এ জন্য সে অসুস্থ হয়ে মারা গেছেন।
বাড়ির মালিক মোস্তফা কামাল বলেন, ‘সোহেল রানার স্ত্রী আমাকে ফোন করে স্বামীর অসুস্থতার কথা জানান। পরে তাঁদের রুমে এসে দেখি, তাঁর স্বামী বিছানায় শুয়ে আছেন। আমি তাঁকে চিকিৎসা করানোর কথা বলে চলে আসি।

দুপুরে তাঁর মৃত্যু হয়। তিনি কী করে মারা গেছেন, আমি কীভাবে বলব। বাড়ির মালিক হিসেবে লাশ অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার কাজ করছি। মানুষ কেন সন্দেহ করছে, আমি বলতে পারব না।’
সোহেল রানার ভাগনে মো. খাদেমুল ইসলাম বলেন, ‘দুপুরের পর মামি মোবাইল ফোনে জানান মামা মারা গেছেন। এরপর দ্রুত ঘটনাস্থলে এসে দেখি লাশ অ্যাম্বুলেন্সে তোলা। স্থানীয় লোকজন লাশ নিতে বাধা দিচ্ছে। মামির আচার-আচরণে সন্দেহ মনে হচ্ছে। সামান্য পাতলা পায়খানার জন্য মারা গেল। এটা কেমন কথা।’
অভিযোগ অস্বীকার করে কেয়া আক্তার বলেন, ‘রাত ১টার পর থেকে সোহেল রানা পাতলা পায়খানা করে দুর্বল হয়ে পড়েন। দোকান থেকে ওষুধ এনে খাওয়ানো হয়েছে। দুপুরের পর মারা গেছেন। মৃত্যুতে আমার কোনো হাত নেই। কাঁথা-চাদর ধোয়ার কারণে মানুষ আমাকে সন্দেহ করছে।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ ফোন পেয়ে মহাসড়কের পাশে অ্যাম্বুলেন্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু নিয়ে স্থানীয়দের সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে সোহেল রানা (৪৩) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মুলাইদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোহেল রানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তিখুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থাকতেন।
মোবারক হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। দেখি স্বামীর লাশ মেঝেতে রেখে স্ত্রী কেয়া আক্তার বিছানার চাদর, কাঁথা ধোয়ামোছার কাজ করছেন, এতে আমাদের সন্দেহ হয়। পরে স্ত্রী বাড়ির মালিককে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ডেকে লাশ নিয়ে চলে যেতে চান।’ এ সময় স্থানীয় লোকজন লাশ আটকে পুলিশে খবর দেয়।
মোবারক হোসেন আরও বলেন, কেয়া আক্তার জানায়, তাঁর স্বামীর পাতলা পায়খানা হয়েছে। এ জন্য সে অসুস্থ হয়ে মারা গেছেন।
বাড়ির মালিক মোস্তফা কামাল বলেন, ‘সোহেল রানার স্ত্রী আমাকে ফোন করে স্বামীর অসুস্থতার কথা জানান। পরে তাঁদের রুমে এসে দেখি, তাঁর স্বামী বিছানায় শুয়ে আছেন। আমি তাঁকে চিকিৎসা করানোর কথা বলে চলে আসি।

দুপুরে তাঁর মৃত্যু হয়। তিনি কী করে মারা গেছেন, আমি কীভাবে বলব। বাড়ির মালিক হিসেবে লাশ অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার কাজ করছি। মানুষ কেন সন্দেহ করছে, আমি বলতে পারব না।’
সোহেল রানার ভাগনে মো. খাদেমুল ইসলাম বলেন, ‘দুপুরের পর মামি মোবাইল ফোনে জানান মামা মারা গেছেন। এরপর দ্রুত ঘটনাস্থলে এসে দেখি লাশ অ্যাম্বুলেন্সে তোলা। স্থানীয় লোকজন লাশ নিতে বাধা দিচ্ছে। মামির আচার-আচরণে সন্দেহ মনে হচ্ছে। সামান্য পাতলা পায়খানার জন্য মারা গেল। এটা কেমন কথা।’
অভিযোগ অস্বীকার করে কেয়া আক্তার বলেন, ‘রাত ১টার পর থেকে সোহেল রানা পাতলা পায়খানা করে দুর্বল হয়ে পড়েন। দোকান থেকে ওষুধ এনে খাওয়ানো হয়েছে। দুপুরের পর মারা গেছেন। মৃত্যুতে আমার কোনো হাত নেই। কাঁথা-চাদর ধোয়ার কারণে মানুষ আমাকে সন্দেহ করছে।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ ফোন পেয়ে মহাসড়কের পাশে অ্যাম্বুলেন্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু নিয়ে স্থানীয়দের সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে