গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তাঁদের ছেলে ১২ বছরের মো. হুরাইরা। অপর ব্যক্তি হলেন গাজীপুরের মাওনার কেওরা এলাকার ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুরে উপজেলার মাওনা এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাত্রা করে। পথে কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী মারা যান।
জানা গেছে, অটোরিকশার যাত্রী জাহিদ ও তাঁর ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় জাহিদের স্ত্রী ও অন্য যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। সবাই বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, কালিয়াকৈর মাওনা সড়কটিতে অনেক আঁকাবাঁকা স্থান থাকায় প্রায়ই ওই সড়কে দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তাঁদের ছেলে ১২ বছরের মো. হুরাইরা। অপর ব্যক্তি হলেন গাজীপুরের মাওনার কেওরা এলাকার ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুরে উপজেলার মাওনা এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাত্রা করে। পথে কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী মারা যান।
জানা গেছে, অটোরিকশার যাত্রী জাহিদ ও তাঁর ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় জাহিদের স্ত্রী ও অন্য যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। সবাই বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, কালিয়াকৈর মাওনা সড়কটিতে অনেক আঁকাবাঁকা স্থান থাকায় প্রায়ই ওই সড়কে দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে