Ajker Patrika

গাজীপুরে ডেঙ্গু বাড়ছে, ২ হাসপাতালে রোগী ভর্তি ৭৪ 

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ডেঙ্গু বাড়ছে, ২ হাসপাতালে রোগী ভর্তি ৭৪ 

গাজীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আজ মঙ্গলবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৭৪ জন রোগী ভর্তি আছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩ জনসহ ডেঙ্গু আক্রান্ত মোট ভর্তি রয়েছে ২৮ জন। এ ছাড়া টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এখানে চিকিৎসা নিচ্ছে ৪৬ জন রোগী। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. শাহীন বিকেলে বলেন, ‘এ হাসপাতালে দিন দিন ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে। এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য আলাদা ডেঙ্গু কর্নার রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৩ জনসহ মোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এখানে হাসপাতালের ৮ম তলায় ৮২০ ও ৮২১ নম্বর ওয়ার্ড পুরুষ রোগী এবং সপ্তম তলায় ৭২৮ নম্বর ওয়ার্ড নারী (ডেঙ্গু) রোগীর জন্য ব্যবহৃত হচ্ছে। মঙ্গলবার ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।’ 

সহকারী পরিচালক মো. শাহীন আরও জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের ভর্তি রোগীর অধিকাংশ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, কড্ডা, ভূরুলিয়া, বাইপাইলসহ আশপাশের এলাকার রোগী। 

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালএ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি রোগীদের আলাদা কক্ষে মশারি টাঙ্গিয়ে রাখা হচ্ছে। তাদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্যারাসিটামল ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে। 

এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জনসহ ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘টঙ্গী হাসপাতালে ভর্তিদের অধিকাংশ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী, পূবাইল, কামারপাড়া, মাছিমপুর ও আউচপাড়া এলাকার রোগী।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত