কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

২৯ বছর পর গাজীপুরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ফালান উপজেলার বাহাদুরসাদী এলাকার মৃত তালেব আলীর ছেলে। হত্যা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আর নিহত শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট দীর্ঘ ২৭ বছর পর একই মামলায় পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, বিল্লাল হোসেন বিলুর গৃহকর্মী লাউ চুরি করেছে এমন অভিযোগে ফালানসহ কয়েকজনের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। এরই জেরে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর আসামি ফালান বাড়ি থেকে ডেকে বিল্লাল হোসেনকে বাজারে নিয়ে যায়।
পরে সেখানে লাউ চুরির বিষয়ে দুজন তর্কে জড়িয়ে পড়লে আসামি বিল্লাল হোসেন বিলুর মাথায় কুড়াল দিয়া আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় বিলু সড়কে উঠে আসলে পরে আরও কয়েকজন এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় অপর আসামি আব্দুল আজিজের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিলুকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় (৭ ডিসেম্বর) রাতে নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে ঘটনায় জড়িত ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, ছামাদ, হুমায়ুন, রুস্তম আলীসহ ১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই ঘটনার পর থেকে আসামি ফালান আত্মগোপনে চলে যান।
দীর্ঘ দুই বছর তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২১ বছর শুনানি শেষে ২০১৮ সালের ২৩ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় পলাতক আসামি ফালানসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক ছিলেন।
ওসি মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলুকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের অনেক দিন ধরেই গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সহযোগিতা চাওয়ার পর র্যাব-১ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তারে সমর্থ হয়। পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

২৯ বছর পর গাজীপুরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ফালান উপজেলার বাহাদুরসাদী এলাকার মৃত তালেব আলীর ছেলে। হত্যা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আর নিহত শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট দীর্ঘ ২৭ বছর পর একই মামলায় পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, বিল্লাল হোসেন বিলুর গৃহকর্মী লাউ চুরি করেছে এমন অভিযোগে ফালানসহ কয়েকজনের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। এরই জেরে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর আসামি ফালান বাড়ি থেকে ডেকে বিল্লাল হোসেনকে বাজারে নিয়ে যায়।
পরে সেখানে লাউ চুরির বিষয়ে দুজন তর্কে জড়িয়ে পড়লে আসামি বিল্লাল হোসেন বিলুর মাথায় কুড়াল দিয়া আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় বিলু সড়কে উঠে আসলে পরে আরও কয়েকজন এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় অপর আসামি আব্দুল আজিজের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিলুকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় (৭ ডিসেম্বর) রাতে নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে ঘটনায় জড়িত ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, ছামাদ, হুমায়ুন, রুস্তম আলীসহ ১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই ঘটনার পর থেকে আসামি ফালান আত্মগোপনে চলে যান।
দীর্ঘ দুই বছর তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২১ বছর শুনানি শেষে ২০১৮ সালের ২৩ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় পলাতক আসামি ফালানসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক ছিলেন।
ওসি মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলুকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের অনেক দিন ধরেই গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সহযোগিতা চাওয়ার পর র্যাব-১ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তারে সমর্থ হয়। পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৩০ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে